আগামী এক ঘণ্টার মধ্যে আওয়ামী লীগকে দলগতভাবে নিষিদ্ধ করার আল্টিমেটাম দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।
শনিবার (১০ মে) রাজধানীর শাহবাগে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আয়োজিত গণজমায়েতে এ ঘোষণা দেন তিনি।
হাসনাত বলেন, ইন্টেরিম, আওয়ামী লীগকে নিষিদ্ধ করেন। আগামী এক ঘণ্টা সময় দিলাম। যদি এই এক ঘণ্টায় ঘোষণা না আসে তাহলে আমরা ইন্টারকন্টিনেন্টালকে কেন্দ্র ধরে বাংলামোটর অবধি দখল করে নেব।
তিনি বলেন, আমরা আর পিছু হটছি না। আওয়ামী লীগকে নিষিদ্ধ করেই তারপর মাঠ ছাড়ব। আরো কঠোর কর্মসূচি আমরা ঘোষণা করব।
এছাড়া গণজমায়েতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন বলেন, আওয়ামী লীগ জানে তাদের স্থান এই বাংলায় হবে না, তাই তারা বাংলাদেশ ছেড়ে পালিয়ে ওপার বাংলা ও দিল্লিতে লুকিয়েছে।
আখতার হোসেন বলেন, বাংলাদেশের জনগণ দাবি তুলেছে, আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি। তাই আওয়ামী লীগকে বিচার করতে হবে। আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা দিয়ে বিচারের আওতায় আনতে হবে।