সমমনা ইসলামী দলসমূহ নিয়ে গঠিত লিয়াজোঁ কমিটির একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩ জুলাই) রাজধানীর কামরাঙ্গীরচরস্থ মারকাযুল খেলাফত জামিয়া নূরিয়ায় বৈঠকটি অনুষ্ঠিত হয়।
বৈঠকে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, ওলামায়ে কেরামের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার, ফ্যাসিবাদী শক্তির বিচার, এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে সমমনা ইসলামী দলসমূহের পক্ষ থেকে একক প্রার্থী মনোনয়নের কৌশল বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী, মহাসচিব মাওলানা ইউসুফ সাদিক হক্কানী, ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান, নেজামে ইসলাম পার্টির মহাসচিব মাওলানা মুসা বিন ইজহার, বাংলাদেশ খেলাফত মজলিসের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন, খেলাফত মজলিসের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট জাহাঙ্গীর হুসাইন, খেলাফত মজলিস ঢাকা মহানগর সভাপতি অধ্যাপক আজিজুল হক, বাংলাদেশ খেলাফত আন্দোলনের নায়েবে আমির মাওলানা মুজিবুর রহমান হামিদী, যুগ্ম মহাসচিব মাওলানা সানাউল্লাহ হাফেজ্জী, সাংগঠনিক সম্পাদক মুফতি সুলতান মহিউদ্দিন, প্রচার সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম সুনামগঞ্জী, শিক্ষা সম্পাদক মুফতি ইলিয়াস মাদারীপুরী, কেন্দ্রীয় সদস্য মুফতি আবুল হাসান কাসেমী এবং অন্যান্য নেতৃবৃন্দ।
বৈঠকে অংশগ্রহণকারী নেতৃবৃন্দ ঐক্যবদ্ধভাবে ইসলামী মূল্যবোধ, জাতীয় স্বার্থ ও ওলামায়ে কেরামের অধিকার রক্ষায় সম্মিলিত কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।