সশস্ত্রবাহিনী দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে জামায়াত আমিরের অংশগ্রহণ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমান ছাড়াও চার সদস্যের একটি প্রতিনিধিদল অনুষ্ঠানে যোগ দেন।

নয়া দিগন্ত অনলাইন
প্রধান উপদেষ্টার সাথে জামায়াত আমিরের কুশল বিনিময়
প্রধান উপদেষ্টার সাথে জামায়াত আমিরের কুশল বিনিময় |নয়া দিগন্ত

শুক্রবার (২১ নভেম্বর) বিকেল ৩টায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মাদ ইউনূসের পক্ষ থেকে ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে সশস্ত্রবাহিনী দিবস উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমানের নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধিদল অনুষ্ঠানে যোগ দেন।

প্রতিনিধিদলে আরো উপস্থিত ছিলেন সংগঠনের নায়েবে আমির ও সাবেক এমপি মাওলানা আনম শামসুল ইসলাম, সহকারী সেক্রেটারি জেনারেলা ড. হামিদুর রহমান আযাদ (সাবেক এমপি), মাওলানা আবদুল হালিম এবং অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।

সংবর্ধনা অনুষ্ঠানে জামায়াত আমির অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস, বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, তিন বাহিনীর প্রধান, বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার, কূটনীতিকসহ দেশের রাজনৈতিক ব্যক্তিত্ব, অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা, সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা এবং সিভিল সোসাইটির গণ্যমান্য ব্যক্তিদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন।