জাতীয় নির্বাচনের আগে গণভোট অনুষ্ঠানের নিশ্চয়তা চায় জামায়াত

‘জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে হওয়া উচিত নয়। কারণ একই দিনে ভোট হলে জনগণের মনোযোগ মূলত নির্বাচনী প্রতীকের দিকে থাকবে- দাঁড়িপাল্লা, ধানের শীষ ইত্যাদি। ফলে গণভোটের বিষয়টি গুরুত্ব পাবে না।’

নয়া দিগন্ত অনলাইন
জরুরি সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামী বাংলাদেশের নায়েবে আমির ডা: সৈয়দ আব্দুল্লাহ মো: তাহের
জরুরি সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামী বাংলাদেশের নায়েবে আমির ডা: সৈয়দ আব্দুল্লাহ মো: তাহের |বিবিসি

জাতীয় নির্বাচনের আগে গণভোট অনুষ্ঠানের নিশ্চয়তা চেয়েছেন জামায়াতে ইসলামী বাংলাদেশের নায়েবে আমির ডা: সৈয়দ আব্দুল্লাহ মো: তাহের।

তিনি বলেন, জাতীয় নির্বাচনের আগে গণভোট অনুষ্ঠিত হওয়া জরুরি। সেই গণভোটের রায়ের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজন করতে হবে। এজন্য দ্রুত জুলাই সনদের ওপর আদেশ জারির আহ্বান জানান তিনি।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

সংবাদ সম্মেলনে জামায়াতের আরেক নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমানসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।

আব্দুল্লাহ মো: তাহের বলেন, ‘অন্তর্বর্তী সরকারের তিনটি সুস্পষ্ট অঙ্গীকার ছিল-বিচার, সংস্কার এবং নির্বাচন। এর মধ্যে জাতীয় পর্যায়ে নানা বিষয়ে সংস্কারই ছিল প্রধান লক্ষ্য। সে লক্ষ্যে সরকারের পক্ষ থেকে বিভিন্ন বিষয়ে জাতীয় ঐকমত্য গঠনের জন্য একাধিক কমিটি গঠন করা হয়েছে। এসব কমিটির মধ্যে ‘ঐকমত্য কমিশন’ জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজনের সুপারিশ করেছে।’

তিনি বলেন, ‘জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে হওয়া উচিত নয়। কারণ একই দিনে ভোট হলে জনগণের মনোযোগ মূলত নির্বাচনী প্রতীকের দিকে থাকবে- দাঁড়িপাল্লা, ধানের শীষ ইত্যাদি। ফলে গণভোটের বিষয়টি গুরুত্ব পাবে না। তাই কমিটির সুপারিশ অনুযায়ী নভেম্বর মাসের মধ্যেই গণভোট সম্পন্ন করতে হবে।’ বাসস