ব্রাক্ষণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, আমি খুব স্পষ্ট ভাষায় বলে দিতে চাই অন্তত বাংলাদেশের নির্বাচন নিয়ে কারচুপির খেলা যেন কোনো রাজনৈতিক দল করার স্পর্ধা না দেখায়।
আজ বৃহস্পতিবার আগারগাঁওস্থ নির্বাচন ভবনে অভিযোগ জানিয়ে গণমাধ্যমে তিনি এ হুঁশিয়ারি দেন।
নির্বাচনের পরিবেশ নিয়ে শঙ্কা প্রকাশ করে রুমিন ফারহানা বলেন, ২২ তারিখে যেটা দেয়ার আমি সেটা দিয়ে দিয়েছি রিটেন। আমার প্রচারণার মাঠে থাকার কথা। কিন্তু বাধ্য হয়েই আমি আজকে ঢাকায় এসেছি।
তিনি বলেন, আমার কর্মীদের বাড়িঘরে হামলা করা হয়েছে। তাদের পিটিয়ে হাসপাতালে পাঠানো হয়েছে। মাথা ফাটানো হয়েছে। বাড়িতে আগুন দেয়া হয়েছে। এখন পর্যন্ত কোনো মামলা হয় নাই।
তিনি আরো বলেন, আমি নির্বাচন কমিশনকে অবহিত করতে এসেছি যে যেহেতু আমি একজন স্বতন্ত্র প্রার্থী এবং বড় দলগুলোর বিরুদ্ধে আমাকে লড়াই করতে হচ্ছে। প্রশাসন যদি এখানে একদম স্ট্রেইট নিরপেক্ষ না থাকে তাহলে আরেকটা ৫ আগস্টের মতো হতে পারে। কিংবা ২০১৮ নির্বাচনের মতো আরেকটা নির্বাচন যদি হয়, বাংলাদেশে তার পরিণতি ভালো হবে না। কারো জন্যই ভালো হবে না। সো এই বিষয়গুলো আমি আসলে কমিশনকে অবহিত করেছি।
রুমিন ফারহানা বলেন, আজকে ইউরোপীয় ইউনিয়নের অবজার্ভারদের সাথে আমার বৈঠক আছে। আমি তাদেরও বিষয়গুলো অবহিত করব।
তিনি বলেন, নির্বাচনের মাঠে একটা সুষ্ঠ নির্বাচন যাতে হয়, সেই জন্য মানুষ ১৫ বছর লড়াই করেছে। আমরা যে যেই দলেই ছিলাম আমাদের অবস্থান থেকে লড়াই করেছি।



