আলতাফ হোসেন চৌধুরী

ম্যাডাম খালেদা জিয়ার নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে, তিনি আমাদের ঋণী করে গেছেন

মায়েদের শিক্ষিত করতে না পারলে দেশ উন্নতি হবে না। তাই তিনি নারী শিক্ষাকে ফ্রি করে দিয়েছিলেন। যাতে নারীরা সুশিক্ষিত হতে পারেন।

Location :

Patuakhali
খালেদা জিয়ার জন্য দোয়ায় আলতাফ হোসেন চৌধুরী
খালেদা জিয়ার জন্য দোয়ায় আলতাফ হোসেন চৌধুরী |নয়া দিগন্ত

‎মির্জাগঞ্জ (পটুয়াখালী) সংবাদদাতা
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় কমিটির ভাইস-চেয়ারম্যান, ‎সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব:) আলতাফ হোসেন চৌধুরী বলেছেন, ‘মরহুমা ম্যাডাম খালেদা জিয়া একটা ইতিহাস, তার নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে, আমাদের তিনি ঋণী করে গেছেন। যখন বিদেশি চিকিৎসার জন্য বিদেশে নেয়ার কথা হয়েছিল তখন ফ্যাস্টিট সরকার তাকে বিদেশি যেতে দেয়নি। কারণ বিদেশে নিয়ে গেলে তার ভুল চিকিৎসার বিষয় বেরিয়ে আসবে।’

‎শনিবার (১০ জানুয়ারি) বিকেল ৪টায় উপজেলা বিএনপির ও সকল অঙ্গসংগঠনের উদ্যোগে উপজেলা কেন্দ্রীয় ঈদগাঁ মাঠে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রূহের মাগফেরাত কামনায় পটুয়াখালীর মির্জাগঞ্জে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন, ‘ম্যাডাম খালেদা জিয়া যখন ইন্তেকাল করেন তখন তারেক রহমান একটা কথা বলেছিলেন, আমার মা যদি কোনো অন্যায় করেন বা কাউকে কষ্ট দিয়ে থাকেন তাহলে তাকে মাফ করে দিবেন। কোনো ঋণ থাকলে আমাকে বলবেন আমি সকল ঋণ পরিশোধ করে দিবো। তিনি কার কাছে ঋণী হবেন তিনি আমাদের ঋণী করে গেছেন। বিদেশে আমার কোনো ঠিকানা নেই, বাংলাদেশ আমার ঠিকানা। বাংলাদেশের মানুষ তার কাছে ঋণী। ফ্যাসিস্ট সরকার ম্যাডাম খালেদা জিয়াকে এতিমের টাকা আত্মাসাতের অভিযোগে সাজা দিয়েছিলেন। লোয়ার কোর্ট থেকে মামলা হাইকোর্টে যাওয়ার পরে তার সাজা আরো বাড়িয়ে দেয়া হলো, মানবজাতির ইতিহাসে এটা একটি নজিরবিহীন ঘটনা।’

আলতাফ হোসেন চৌধুরী বলেন, ‘তিনি পাঁচটি আসনে নির্বাচন করেছেন কখনও হারেননি। ‎মায়েদের শিক্ষিত করতে না পারলে দেশ উন্নতি হবে না। তাই তিনি নারী শিক্ষাকে ফ্রি করে দিয়েছিলেন। যাতে নারীরা সুশিক্ষিত হতে পারেন।’

উপজেলা বিএনপির সভাপতি মো: শাহাবুদ্দিন নান্নুর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপির সাবেক সভাপতি মো: আশ্রাফ আলী হাওলাদার। মির্জাগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো: হারুন অর রশিদ মুন্সী সঞ্চালনায় দোয়া ও মিলাদ মাহফিলে এ সময়ে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো: মোবারক আলী মুন্সী, সিনিয়র সহ-সভাপতি আহসান উল্লাহ পিন্টু, সাবেক অধ্যাপক অ্যাডভোকেট মো: মোস্তাফিজুর রহমান, মো: গোলাম ফারুক মুন্সি, মো: আমিনুল ইসলাম খোকন, সাবেক যুবদলের আহ্বায়ক মো: জাহাঙ্গীর আলম ফরাজী, উপজেলা জামায়াতে ইসলামী আমির মাওলানা মোহাম্মদ সিরাজুল হকসহ উপজেলার বিএনপি, যুবলদল, ছাত্রদল, শ্রমিকদল, মহিলাদল, স্বেচ্ছাসেবক দলসহ ইউনিয়ন বিএনপির ও তার অংঙ্গসংগঠনের নেতারা।

অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মির্জাগঞ্জ কোর্ট মসজিদের ইমাম হাফেজ মাওলানা আফজাল হোসেন বরকুতল্লাহ। এর আগে প্রধান অতিথি মির্জাগঞ্জে বিএনপি নির্বাচনে অফিস উদ্বোধন করেন।