সিলেট-২ আসন

চমক দেখাতে চান রিকশার প্রার্থী ড. মুফতি লুৎফুর রহমান ক্বাসিমী

নয়া দিগন্ত ডিজিটাল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর সহধর্মিণী তাহসিনা রুশদীর লুনা। সিলেট-২ আসনে সরাসরি সংসদ নির্বাচনে অংশ নেয়া তিনিই প্রথম নারী প্রার্থী।

জানা গেছে, বিএনপির বিপরীতে আটটি ইসলামী দলের সাথে বৃহত্তর নির্বাচনি সমঝোতায় পৌঁছার চেষ্টা করছে জামায়াত। সমঝোতা চূড়ান্ত হলে সিলেটের ছয়টি আসনের মধ্যে দু-একটি আসন সমমনা অন্য ইসলামী দলকে ছেড়ে দিতে পারে দলটি। সে হিসেবে সিলেট-২ আসনে কে হচ্ছেন ইলিয়াস পত্নীর প্রতিদ্বন্দ্বী, সেটিই এখন স্থানীয় রাজনীতিতে আলোচনার বিষয়।

আসনটিতে জামায়াতে ইসলামী থেকে দলীয় মনোনয়ন পেয়েছেন সিলেট জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক আব্দুল হান্নান (দাঁড়িপাল্লা) প্রতীক, বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনয়ন পেয়েছেন কেন্দ্রীয় নেতা যুক্তরাষ্ট্র প্রবাসী ড. মুফতি হাফিজ লুৎফুর রহমান ক্বাসিমী (রিকশা) প্রতীক ও খেলাফত মজলিস থেকে এই আসনে দলীয় মনোনয়ন পেয়েছেন কেন্দ্রীয় খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মুহাম্মদ মুনতাসির আলী (ঘড়ি) প্রতীক।

ভোটের মাঠে একটি প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে- এদের মধ্যে কে হবেন বিএনপির মনোনীত শক্তিশালী প্রার্থী লুনা’র প্রতিদ্বন্দ্বী। তবে সমমনা আট দলের মনোনয়ন নিতে জোর প্রচেষ্টা চালাচ্ছেন বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী যুক্তরাষ্ট্র প্রবাসী ইসলামিক স্কলার ড. মুফতি হাফিজ লুৎফুর রহমান ক্বাসিমী।

রিকশা প্রতীকে নির্বাচন করে জয়ী হয়ে চমক দেখাতে চান তিনি। এ জন্য এলাকায় নিয়মিত কার্যক্রম চালাচ্ছেন তিনি। যুক্তরাষ্ট্র অবস্থান করলেও তার পক্ষে মাঠে কাজ চালিয়ে যাচ্ছেন সমর্থকরা।

২০২৪ সালের ৫ আগস্ট দেশের পটপরিবর্তনের পর বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হককে নিয়ে এলাকায় সমাবেশ করেন মুফতি লুৎফুর রহমান ক্বাসিমী। এরপর থেকে তার পক্ষে নিয়মিত গণসংযোগের পাশাপাশি বিভিন্ন সহয়তামূলক কার্যক্রম ও এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড চালানো হচ্ছে।

জানা গেছে, ২০০৬ সাল থেকে ওসমানীনগর ও বিশ্বনাথে এলাকার উন্নয়ন ও মানবকল্যাণে নিবেদিতভাবে কাজ করে যাচ্ছেন ড. লুৎফুর রহমান ক্বাসিমী। তার সামাজিক উদ্যোগের মধ্যে উল্লেখযোগ্য- দরিদ্র পরিবারের বিয়ের সম্পূর্ণ খরচ বহন, ক্ষুদ্র ব্যবসায়ীদের পুঁজি প্রদান, অসুস্থদের চিকিৎসা সহায়তা, আশ্রয়হীনদের জন্য ঘর নির্মাণ, দুর্যোগে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা, দরিদ্র শিক্ষার্থীদের শিক্ষা ব্যয় বহন, রমজান ও ঈদে অসহায়দের খাদ্য ও অর্থ সহায়তা, ঈদুল আজহায় ফ্রি কুরবানির আয়োজন, করোনাকালে মুসলিম ও হিন্দু উভয় সম্প্রদায়ের সহায়তা, বন্যা ও প্রাকৃতিক দুর্যোগে ত্রাণ বিতরণ।

দীর্ঘ প্রবাসজীবনে ধর্মীয় নেতৃত্ব, শিক্ষা ও সমাজসেবায় বিভিন্ন অবদান রাখার পর এবার তিনি মাঠে নেমেছেন দেশের রাজনীতিতে। ন্যায়ের রাজনীতি প্রতিষ্ঠা, শিক্ষা ও মানবকল্যাণভিত্তিক উন্নয়ন—এই অঙ্গীকার নিয়েই তিনি সিলেট-২ আসনে রিকশা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করতে চান।

ড. মুফতি হাফিজ লুৎফুর রহমান ক্বাসিমী বলেন, আমার রাজনীতি ক্ষমতার নয়—সেবার। আমি চাই ওসমানীনগর ও বিশ্বনাথকে একটি শিক্ষিত, ন্যায়ভিত্তিক ও উন্নত অঞ্চলে পরিণত করতে।

মুফতি লুৎফুর রহমান ক্বাসিমী একাধারে ইসলামিক স্কলার, শিক্ষক, ইমাম ও লেখক। নানা কর্মকাণ্ডের মধ্য দিয়ে নিউইয়র্কের বাংলাদেশী কমিউনিটির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছেন।

তিনি ১৯৯৫-৯৬ সালে প্রথম ঢাকার জামিয়া রাহমানিয়া থেকে দাওরায়ে হাদিস পাস করেন। এরপর দ্বিতীয়বার ভারতের দারুল উলুম দেওবন্দ থেকে হাদিস নিয়ে বিশেষ ডিগ্রি নিয়েছেন। এ ছাড়া ১৯৯৭ সালে ইফতা বিভাগের ডিগ্রি নিয়েছেন পাকিস্তানের বিখ্যাত প্রতিষ্ঠান জামেয়াতুল উলুমিল ইসলামিয়া নিউ টাউন, করাচি থেকে।

মুফতি লুৎফুর রহমান ক্বাসিমী প্রায় ২৫ বছর ধরে যুক্তরাষ্ট্রে বিভিন্ন ইসলামী কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন। তিনি নিউইয়র্কের ডাউনটাউন ম্যানহাটনে অবস্থিত আস-সাফা ইসলামিক সেন্টারের সেক্রেটারি জেনারেল ও জুমার খতিব এবং ইউনাইটেড উলামা কাউন্সিল অফ ইউএসএ ইনকের প্রেসিডেন্ট।

এছাড়া তিনি আই টিভি ইউএসএ, দ্বীন টিভি ইউএসএ, টাইমস টিভি ইউএসএ, ফক্স নিউজ, পিবিএস নিউজ, চ্যানেল ১৩ ও সিলেট ডাইরেক্টসহ একাধিক আন্তর্জাতিক ও দেশীয় টেলিভিশনে ইসলামিক আলোচক ও উপদেষ্টা হিসেবে পরিচিত মুখ।

মুফতি লুৎফুর রহমান ক্বাসিমী বলেন, স্বাধীনতার পর থেকে বিভিন্ন দল ও ব্যক্তি এই এলাকা থেকে জনপ্রতিনিধি নির্বাচিত হয়েছেন, কিন্তু মানুষের আকাঙ্ক্ষা পূরণ করতে পারেননি। এলাকার রাস্তাঘাটের বেহাল অবস্থা দেখে বুঝা যাচ্ছে- এই এলাকার মানুষ কতটা কষ্টে আছেন। আমাদের পরিবার দীর্ঘদিন ধরে এ অঞ্চলের শিক্ষা, সমাজসেবা ও ন্যায়বিচারের জন্য কাজ করে আসছে। আমরা নির্বাচিত হলে রাস্তাঘাটসহ অবকাঠামোগত উন্নয়ন নিশ্চিত করব।

তিনি বলেন, আমি নির্বাচিত হলে শিক্ষার উপযোগী পরিবেশ সৃষ্টি, জননিরাপত্তা, মাদক সমস্যা, চাঁদাবাজি নিয়ন্ত্রণ, নিরীহ জনগণ ও ব্যবসায়ীদের নির্যাতন, দুর্নীতি, অনাচারসহ সব অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়তে সবাইকে নিয়ে কাজ করব ইনশা আল্লাহ।

তাই মানুষের অধিকার প্রতিষ্ঠায় দলমত নির্বিশেষে রিকশা মার্কায় ভোট চান মুফতি লুৎফুর রহমান ক্বাসিমী।

বাংলাদেশ খেলাফত মজলিস বিশ্বনাথ উপজেলা শাখার সভাপতি এম আশরাফুল হক বলেন, যে দলের প্রার্থী যে এলাকায় বেশি জনপ্রিয়, তাকেই সমমনা জোটের প্রার্থী করা হবে। সে হিসেবে আমরা আশাবাদী সিলেট-২ আসনে রিকশা প্রতীক এগিয়ে আছে।