মির্জা ফখরুল

একটি উদার গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের সুযোগ সৃষ্টি হয়েছে

তারেক রহমান দূর থেকে এই দেশ বিনির্মাণের যে স্বপ্ন আমাদের দেখিয়েছেন, তাতে গোটা জাতি আজকে অনেক বেশি আশান্বিত হয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
অনুষ্ঠানে বক্তব্য রাখছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর
অনুষ্ঠানে বক্তব্য রাখছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর |ইন্টারনেট

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরে আসায় বহু বছর পরে একটি উদার গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের সুযোগ সৃষ্টি হয়েছে।

তিনি বলেন, ‘আজ এক কঠিন সময়ে আমাদের নেতা তারেক রহমান বিদেশ থেকে দেশে এসেছেন। তিনি দূর থেকে এই দেশ বিনির্মাণের যে স্বপ্ন আমাদের দেখিয়েছেন, তাতে গোটা জাতি আজকে অনেক বেশি আশান্বিত হয়েছে। তাদের প্রত্যাশা, বহু বছর পরে তারেক রহমানের নেতৃত্বে আমরা বাংলাদেশকে একটি উদারপন্থী গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে পারব।’

আজ শনিবার বেলা ১১টায় রাজধানীর বনানীতে হোটেল শেরাটনের গ্র্যান্ড বলরুমে দেশের জাতীয় পর্যায়ের গণমাধ্যমগুলোর সম্পাদক ও সাংবাদিকদের সাথে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বেলা ১১টা ২০ মিনিটে মাওলানা আবুল কালাম আজাদের কোরআন তেলোয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এর আগে, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান উপস্থিত সাংবাদিকের সাথে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।

পরে স্বাগত বক্তব্যে বিএনপি মহাসচিব বলেন, ‘আমরা বক্তব্যের শুরুতেই সেই মহীয়সী নারীকে স্মরণ করতে চাই, যিনি সারাটা জীবন দেশের জন্য নিজের জীবনটা উৎসর্গ করেছেন, তিনি হলেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া। আজকে আরো স্মরণ করতে চাই ১৯৭১ সালের বীর মুক্তিযোদ্ধাদের এবং চব্বিশের জুলাই যোদ্ধাদের, যারা ফ্যাসিস্ট বিরোধী গণঅভ্যুত্থানে জীবন দিয়ে আমদের একটি অভূতপূর্ব গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণের সুযোগ তৈরি করে দিয়েছে।

অনুষ্ঠানে জাতীয় সংবাদপত্র, রেডিও, টেলিভিশন, সংবাদ সংস্থা ও অনলাইন গণমাধ্যমের সম্পাদকরা উপস্থিত রয়েছেন।

সূত্র : বাসস