কড়াইল বস্তিতে ড্রেনেজ খনন ও বর্জ্য পরিষ্কার অভিযানে ডা: খালিদুজ্জামান

‘শুধু ক্ষমতায় যাওয়ার জন্য নির্বাচনে আসিনি, মানবসেবার মহান সুযোগকে কাজে লাগানোই আমাদের মূল লক্ষ্য।’

নিজস্ব প্রতিবেদক
ড্রেনেজ খনন ও বর্জ্য পরিষ্কার অভিযানে ডা: এস এম খালিদুজ্জামান
ড্রেনেজ খনন ও বর্জ্য পরিষ্কার অভিযানে ডা: এস এম খালিদুজ্জামান |নয়া দিগন্ত

ঢাকা-১৭ আসনের কড়াইল বস্তির ভিতরে ড্রেনেজ খনন ও বর্জ্য পরিষ্কার কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জামায়াত মনোনীত প্রার্থী ডা: এস এম খালিদুজ্জামান বলেছেন, শুধু ক্ষমতায় যাওয়ার জন্য নির্বাচনে আসিনি, মানবসেবার মহান সুযোগকে কাজে লাগানোই আমাদের মূল লক্ষ্য।

শুক্রবার (৭ নভেম্বর) এ কর্মসূচির অনুষ্ঠিত হয়।

ডা: এস এম খালিদুজ্জামান বলেন, ‘ঢাকা-১৭ আসনের ভেতর এলিট শ্রেণির পাশাপাশি নিম্ন-মধ্যবিত্ত লোক বসবাস করে। যারা তাদের মৌলিক অধিকার ঠিক মত পাই না। খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসা থেকে সাধারণ মানুষ আজ অবহেলিত। আমরা ব্যক্তিগত উদ্যোগে সাধারণ মানুষের এ কষ্টগুলো লাঘব করার সামান্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। আপনারা জানেন, ঢাকা-১৭ আসনের প্রার্থী ঘোষণা করার পর এ আসনের তিনটি বস্তি কড়াইল, সাততলা এবং ভাষানটেক এলাকায় নানান সামাজিক কাজ নিয়মিত করে যাচ্ছি। ফ্রি মেডিক্যাল ক্যাম্প, সুন্নতে খাৎনা ক্যাম্প, ফ্রি চক্ষু শিবির ও সানি অপারেশন, রাস্তা মেরামত, খাল খনন, বিশুদ্ধ পানির ফিল্টার স্থাপন, ডেঙ্গু সচেতনতায় মশারি বিতরণ, সেলাই মেশিন বিতরণ, হেল্থ কার্ড বিতরণ, ফুড প্যাকেট বিতরণসহ নানান সামাজিক কাজ করে যাচ্ছি। আমাদের এ কাজ অব্যাহত থাকবে। নির্বাচিত হই আর না হই, আমাদের সামাজিক কাজ থেমে থাকবে না।’

‘জামায়াত আমির ডা: শফিকুর রহমানের নেতৃত্বে আগামী দিনে একটি মানবিক ও কল্যাণ রাষ্ট্র গঠন করতে আমরা বদ্ধপরিকর। তিনি সমাজের বিত্তবানদের এসব সামাজিক কাজে এগিয়ে আসার জন্য আহ্বান করেন।’

কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৭ আসনের নির্বাচন পরিচালক ও মহানগরী উত্তরের কর্মপরিষদ সদস্য হেদায়েত উল্লাহ, ঢাকা-১৭ আসন নির্বাচন সদস্য সচিব মিজানুর রহমান খান।

সভাপতিত্ব করেন গুলশান পশ্চিম থানা আমির মাহমুদুর রহমান আজাদ, সঞ্চালনা করেন থানা সেক্রেটারি ইসমাইল হোসেন।