আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রস্তুতকৃত ভোটগ্রহণ কর্মকর্তাদের প্যানেল হতে বেসরকারি ব্যাংকে কর্মরত কর্মকর্তা বা কর্মচারীদের বাদ দিয়ে প্যানেল প্রস্তুতের জন্য সব জেলা পর্যায়ে নির্দেশ দেয়া হয়েছে। তবে যদি পর্যাপ্ত সংখ্যক ভোটগ্রহণ কর্মকর্তা পাওয়া না যায় তাহলে বেসরকারি ব্যাংকের কর্মকর্তা বা কর্মচারীদের প্রয়োজনীয় যাচাই বাছাই করে নিয়োগ করা যাবে।
আজ সোমবার ইসির নির্বাচন পরিচালনা-২ অধিশাখার উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এক পরিপত্রে এই নির্দেশনা দেয়া হয়েছে।
এতে বলা হয়েছে, নির্বাচনে প্রস্তুতকৃত ভোটগ্রহণ কর্মকর্তাদের প্যানেল হতে বেসরকারি ব্যাংকে কর্মরত কর্মকর্তা বা কর্মচারীদের বাদ দিয়ে প্যানেল প্রস্তুতের জন্য সব জেলা নির্বাচন অফিসারদের গত ১০ ডিসেম্বর নির্দেশনা প্রদান করা হয়।
নির্দেশনায় আরো উল্লেখ করা হয়, তবে ভোটগ্রহণের জন্য পর্যাপ্ত সংখ্যক ভোটগ্রহণ কর্মকর্তা পাওয়া না গেলে বেসরকারি ব্যাংকের কর্মকর্তা বা কর্মচারীদের প্রয়োজনীয় যাচাই-বাছাই করে নিয়োগ করা যাবে। নির্বাচন কমিশন সূত্রোক্ত পত্রের নির্দেশনার আলোকে ভোটগ্রহণ কর্মকর্তাদের নিয়োগ চূড়ান্তকরণের জন্য সিদ্ধান্ত প্রদান করেছে। উল্লিখিত সিদ্ধান্ত অনুসারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।



