পুলিশের অভিযানে সারাদেশে গ্রেফতার ১৫০৬

এর মধ্যে বিভিন্ন মামলা ও ওয়ারেন্টমূলে গ্রেফতার ৯৬৯ জন এবং অন্যান্য অপরাধে জড়িত ৫৩৭ জনকে গ্রেফতার করা হয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
পুলিশের অভিযানে ২৪ ঘণ্টা সারাদেশে এক হাজার ৫০৬ জন গ্রেফতার
পুলিশের অভিযানে ২৪ ঘণ্টা সারাদেশে এক হাজার ৫০৬ জন গ্রেফতার |নয়া দিগন্ত গ্রাফিক্স

পুলিশের চলমান বিশেষ অভিযানে ঢাকাসহ সারাদেশে গত ২৪ ঘণ্টায় মোট এক হাজার ৫০৬ জনকে গ্রেফতার করা হয়েছে।

এর মধ্যে বিভিন্ন মামলা ও ওয়ারেন্টমূলে গ্রেফতার ৯৬৯ জন এবং অন্যান্য অপরাধে জড়িত ৫৩৭ জনকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (১৩ ডিসেম্বর) পুলিশ সদর দফতরের এক ক্ষুদের্বাতায় এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, অভিযানে ওয়ান শুটারগান দু’টি, পিস্তল একটি, দেশীয় একনলা বন্দুক একটি, তাজা কার্তুজ একটি, খোসা চার রাউন্ড, কার্তুজ চার রাউন্ড, হাতবোমা দু’টি ও চাইনিজ কুড়াল একটি উদ্ধার করা হয়েছে। বাসস