দৈনিক নয়া দিগন্তের প্রতিষ্ঠাবার্ষিকী আজ। একুশ পূর্ণ করে বাইশ বছরে পদার্পণ করল নয়া দিগন্ত। এই উপলক্ষে থাকছে নানা আয়োজন।
সময় ১০টা ৫৬ মিনিটে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে মূল অনুষ্ঠান শুরু হয়েছে। এরপর স্বাগত বক্তব্য রাখেন দৈনিক নয়া দিগন্তর সম্পাদক সালাহউদ্দিন মুহাম্মদ বাবর।
নয়া দিগন্তের যাত্রাপথ তুলে ধরা ভিডিও প্রদর্শনী শেষে এখন চলছে কেক কেটে বর্ষপূর্তি উদযাপন। এ সময় মঞ্চে উপস্থিত হয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান
মির্জা ফখরুল, মঈন খান, অধ্যাপক মুজিবুর রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমানসহ দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ, সাংবাদিক, বুদ্ধিজীবী, রাজনীতিক ও সংস্কৃতিকর্মীরা।
পুরো অনুষ্ঠানটি লাইভ সম্প্রচার করা হবে। যারা অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারবেন না তারা লাইভে থেকে অনুষ্ঠান উপভোগ করতে পারবেন।
দিনব্যাপী অনুষ্ঠানমালা নয়া দিগন্তের অফিসিয়াল ফেসবুক পেইজে লাইভ সম্প্রচার করা হবে।
এ ছাড়া ইউটিবেও দেখতে পারবেন বর্ষপূর্তির নানা অনুষ্ঠানমালা।
ইউটিউব লিঙ্ক:



