রাজধানীর উত্তরায় সম্প্রতি ঘটে যাওয়া বিমান বিধ্বস্তের ভয়াবহতার রেশ কাটছে না মাইলস্টোন স্কুলের শিক্ষিকা তাসলিমা আক্তারের মন থেকে। দুর্ঘটনার তিন দিন পরও তিনি মানসিকভাবে বিপর্যস্ত এবং স্বাভাবিক জীবনে ফিরতে পারেননি।
সোমবার (২১ জুলাই) উত্তরা এলাকায় সংঘটিত এই বিমান দুর্ঘটনা কেবল স্থানীয়দেরই নয়, বিশেষভাবে শিক্ষার্থীদের পাশাপাশি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের শিক্ষকদেরও গভীরভাবে নাড়া দিয়েছে। দুর্ঘটনার সময় তাসলিমা আক্তার বিদ্যালয়ের আশপাশেই ছিলেন, যা তার মনে গভীর প্রভাব ফেলেছে বলে জানা গেছে।
এ বিষয়ে জানতে তার সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, দুর্ঘটনার পর থেকে তিনি ঘুমাতে পারছেন না, বার বার সেই ভয়াবহ দৃশ্যের কথা মনে পড়ছে তার। তিনি প্রচণ্ড ভয় ও উদ্বেগের মধ্যে রয়েছেন এবং তার দৈনন্দিন কাজেও মনোযোগ দিতে পারছেন না।