জুলাই যোদ্ধাদের ‘বিশেষ নিরাপত্তা’ দেবে সরকার

অন্তর্বর্তী সরকার জুলাই যোদ্ধাদের জন্য বিশেষ নিরাপত্তা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে এবং এ বিষয়ে কমিটি গঠন করা হয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
চব্বিশের ৫ আগস্ট ছাত্র-জনতার বিজয় উল্লাস
চব্বিশের ৫ আগস্ট ছাত্র-জনতার বিজয় উল্লাস |ফাইল ছবি

অন্তর্বর্তী সরকার জুলাই যোদ্ধাদের ‘বিশেষ নিরাপত্তা’ দেবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো: জাহাঙ্গীর আলম চৌধুরী। এ ব্যাপারে একটি কমিটি গঠন করা হয়েছে বলেও জানান তিনি।

আজ শনিবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা-সংক্রান্ত কোর কমিটির সভা শেষে তিনি এ কথা জানান।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সম্মুখ সারির জুলাই যোদ্ধাদের নিরাপত্তা দেয়া হবে। এ ব্যাপারে একটি কমিটি গঠন করা হয়েছে। কিভাবে নিরাপত্তা দেয়া হবে তা কমিটি নির্ধারণ করবে।

এ সময় তিনি ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির ওপর হামলাকারীদের ধরিয়ে দিতে পারলে ৫০ লাখ টাকা পুরস্কার দেয়া হবে বলে জানিয়েছেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা আরো বলেন, হামলার ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে। জড়িত কাউকে কোনো ছাড় দেয়া হবে না। এ ঘটনা জাতীয় নির্বাচনকে বাধাগ্রস্ত করার অপপ্রয়াস।

সূত্র : বাসস