হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপরসন খালেদা জিয়াকে দেখতে গেলেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান ও বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান।
মঙ্গলবার (২ ডিসেম্বর) রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যান তিন বাহিনীর প্রধান। এ সময় সাবেক প্রধানমন্ত্রীর স্বাস্থ্যের খোঁজখবর নেন তারা।
এদিন রাত ৮টা ৫২ মিনিট থেকে ৯টা ৬ মিনিট পর্যন্ত সেখানে অবস্থান করেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। এ সময় তিনি চিকিৎসকদলের সাথে সংক্ষিপ্তভাবে কথা বলেন এবং চলমান চিকিৎসা সম্পর্কে খোঁজ নেন।
এরপর রাত ৯টা ২ থেকে ৯টা ১৫ মিনিট পর্যন্ত হাসপাতালে অবস্থান করেন নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান। তিনিও চিকিৎসা দলের সাথে আলাপ করেন বলে জানা গেছে।
সর্বশেষ রাত ৯টা ২০ থেকে ৯টা ৩৫ মিনিট পর্যন্ত হাসপাতালে যান বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। তিনি কতক্ষণ চিকিৎসকদের সাথে আলোচনা করেন এবং কী জানতে চান—এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।



