দক্ষিণ কোরিয়া ও চীন সফরে গেলেন বিমান বাহিনী প্রধান

বিমান বাহিনী প্রধানের এই সফরের মাধ্যমে বাংলাদেশের সাথে কোরিয়া ও চীনে মধ্যকার বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরো সুদৃঢ় হবে যা পেশাগত খাতে পারস্পরিক সহযোগিতার পরিধি সম্প্রসারিত করবে।

নয়া দিগন্ত অনলাইন
হাসান মাহমুদ খাঁন
হাসান মাহমুদ খাঁন |সংগৃহীত

বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন শনিবার (১৮ অক্টোবর) সরকারি সফরে দক্ষিণ কোরিয়া এবং চীনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন।

বাংলাদেশ বিমান বাহিনী প্রধান দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠেয় ‘সিউল ইন্টারন্যাশনাল এরোস্পেস এন্ড ডিফেন্স এক্সিবিশন (এডিইএক্স) ২০২৫’ এ অংশগ্রহণের জন্য ১৯ থেকে ২২ অক্টোবর দক্ষিণ কোরিয়া সফর করবেন। এছাড়া, বিমান বাহিনী প্রধান চায়না ন্যাশনাল এরো-টেকনোলজি ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট করপোরেশনের (সিএটিআইসি) চেয়ারম্যানের আমন্ত্রণে ২৩ থেকে ২৫ অক্টোবর চীন সফর করবেন।

চীন সফরকালে, বাংলাদেশ বিমান বাহিনী প্রধান পিপলস লিবারেশন আর্মি এয়ার ফোর্স এর সাথে দ্বিপক্ষীয় আলোচনা করবেন। বিমান বাহিনী প্রধানের এই সফরের মাধ্যমে বাংলাদেশের সাথে কোরিয়া ও চীনে মধ্যকার বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরো সুদৃঢ় হবে যা পেশাগত খাতে পারস্পরিক সহযোগিতার পরিধি সম্প্রসারিত করবে।

বিমান বাহিনী প্রধান এ সরকারি সফর শেষে ২৫ অক্টোবর দেশে ফিরবেন। বাসস