নড়াইল জেলা সাংবাদিক ইউনিটি-ঢাকার কার্যনির্বাহী সদস্য তৌহিদুল ইসলাম মিন্টু অনলাইন নিউজ পোর্টাল বাংলা নিউজের নতুন সম্পাদক এবং খুলনা বিভাগীয় সাংবাদিক ফোরামের সভাপতি নির্বাচিত হওয়ায় সংবর্ধনা দিয়েছে সংগঠনটি।
মঙ্গলবার রাজধানীর কারওয়ান বাজারে এক মতবিনিময় ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে তৌহিদুল ইসলাম মিন্টুকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান নড়াইল জেলা সাংবাদিক ইউনিটি-ঢাকার নেতৃবৃন্দ। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মনিরুল ইসলাম রোহান।
অনুষ্ঠানে নড়াইল জেলা সাংবাদিক ইউনিটি-ঢাকার সভাপতি মনিরুল ইসলাম রোহান বলেন, ‘খুলনা বিভাগীয় সাংবাদিক ফোরাম-ঢাকার সভাপতি নির্বাচিত হওয়ায় তৌহিদুল ইসলাম মিন্টু ভাইকে আমরা আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। তার নেতৃত্বে সাংবাদিকতা ও তথ্যপ্রচারের মান আরো উন্নত হবে বলে আমরা আশা করি।’
এ সময় সংবর্ধিত অতিথি তৌহিদুল ইসলাম মিন্টু তার অনুভূতি প্রকাশ করে বলেন, ‘আপনাদের এই আন্তরিক সমর্থন ও শুভেচ্ছা আমার জন্য গৌরবের বিষয়। আমি চেষ্টা করব সাংবাদিকতার মানোন্নয়ন ও তথ্যপ্রচারে আমার দায়িত্ব যথাযথভাবে পালন করতে।’ এ সময় সংবর্ধনা অনুষ্ঠান আয়োজনের জন্য তিনি আয়োজকদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
সংবর্ধনা অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি শরিফুল ইসলাম বিলু, কার্যনির্বাহী সদস্য আমিনূর রহমান, সাধারণ সম্পাদক নূর আলম শেখ, সহসভাপতি হাসান শাফিঈ, সাংগঠনিক সম্পাদক এস এম বদরুল আলম, কোষাধ্যক্ষ আকাশ মনি, দফতর সম্পাদক রেজাউল করিম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মহিদুল ইসলাম, সদস্য সুমন, শাফিন মোল্যা সহ অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে নড়াইল জেলা সাংবাদিক ইউনিটি-ঢাকার নেতৃবৃন্দ এবং সদস্যরা আনন্দ ও উচ্ছ্বাসের সাথে উপস্থিত থেকে তৌহিদুল ইসলাম মিন্টুর নতুন দায়িত্বে সাফল্য কামনা করেন।