কেন্দ্রীয় শহীদ মিনারে দ্বিতীয় দিনের মতো অবস্থান করছেন স্কুল-কলেজের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা।
তাদের মূলত বেতনের ২০ শতাংশ বাড়ি ভাড়া ভাতার দাবিতে ‘লাগাতার অবস্থান’ কর্মসূচির অংশ হিসেবে আজ সোমবার এ কর্মসূচি পালন করা হচ্ছে।
‘এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের’ ব্যানারে কর্মসূচিতে অংশ নেয়া আন্দোলনকারী শিক্ষক কর্মচারীরা এ কথা জানিয়েছেন।
কর্মসূচির অংশ হিসেবে কোথাও কোথাও শিক্ষকদের কর্মবিরতি পালনের খবর পাওয়া গেছে। আবার অনেক প্রতিষ্ঠানে শিক্ষক কার্যক্রম অব্যাহত থাকারও তথ্য পাওয়া যাচ্ছে।
যদিও আন্দোলনকারীদের একজন নেতা দেলাওয়ার হোসেন আজিজী সাংবাদিকদের কাছে দাবি করেছেন যে অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানেই কর্মবিরতি চলছে।
এর আগে, গতকাল রোববার প্রেস ক্লাবের সামনে শিক্ষক-কর্মচারীরা অবস্থান নিয়েছিলেন। পরে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়।