বাংলাদেশকে উন্নত করার জন্য সকলের সহযোগিতা কামনা করেছেন ড. সালেহউদ্দিন

তিনি বলেন, দুর্নীতি এবং অন্যান্য কিছু সমস্যা না থাকলে বাংলাদেশ আরো এগিয়ে যেতে পারত।

নয়া দিগন্ত অনলাইন
উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ
উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ |সংগৃহীত

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ অন্তর্বর্তীকালীন সরকার যাতে এই দেশকে ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরো উন্নততর করে তুলতে পারে সেলক্ষ্যে আজ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেছেন।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. মুহাম্মদ ফৌজুল কবির খান রচিত ‘বাংলাদেশের রাজনৈতিক অর্থনীতি’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বক্তৃতাকালে অর্থ উপদেষ্টা বলেন, ‘আমরা ভালো করছি এবং দেশের উন্নতি নিশ্চিত করার চেষ্টা করছি।’

রোববার বাংলাদেশ উন্নয়ন গবেষণা ইনস্টিটিউট (বিআইডিএস) এর মহাপরিচালক ড. এ কে এনামুল হক বিআইডিএস সম্মেলন কক্ষে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টার (পিপিআরসি) -এর নির্বাহী চেয়ারম্যান ড. হোসেন জিল্লুর রহমান, প্রথম আলো সম্পাদক মতিউর রহমান, বিশ্বব্যাংক ঢাকা অফিসের প্রাক্তন প্রধান অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন এবং প্রখ্যাত পরিবেশ বিশেষজ্ঞ ড. আইনুন নিশাত অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

গত কয়েক মাসে বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের পারফরম্যান্স খারাপ ছিল না দাবি করে অর্থ উপদেষ্টা বলেন, যারা ইতিবাচক কিছু দেখার চেষ্টা করেন না, তারা কিছুই দেখতে পাবেন না। ‘বিভিন্ন বাধা অতিক্রম করে আমরা এখন একটি অবস্থানে এসেছি এবং এটি অস্বীকার করার কোনো উপায় নেই।’

তিনি বলেন, দুর্নীতি এবং অন্যান্য কিছু সমস্যা না থাকলে বাংলাদেশ আরো এগিয়ে যেতে পারত।

পরবর্তী সরকার বিভিন্ন সংস্কারের ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকারের উদ্যোগগুলো এগিয়ে নেবে বলে উচ্চ আশাবাদ ব্যক্ত করে ড. সালেহউদ্দিন বলেন, আশা করি সংস্কার উদ্যোগগুলো অব্যাহত থাকবে।

তিনি বলেন, সরকার এমন একটি মূল্যবোধ তৈরি করার চেষ্টা করছে যে- তারা কোনো অসৎ উদ্দেশ্য ছাড়াই সবকিছু করছে। ‘বাংলাদেশ সত্যিই উন্নতি করছে এবং আপনাকে এমনভাবে দেখতে হবে যে- অর্ধেক গ্লাস ভর্তি, অর্ধেক গ্লাস খালি নয়,’ তিনি বলেন।