ঢাকায় ‘মুসলিম উম্মাহর ঐক্য: অগ্রগতি ও অন্তরায়’ শীর্ষক গোলটেবিল আলোচনা

এ সময় গোলটেবিল আলোচনায় বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আগত প্রফেসর, সাধারণ শিক্ষক, ইসলামিক স্কলার, মিডিয়া ব্যক্তিত্ব ও বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

নিজস্ব প্রতিবেদক
গোলটেবিল বৈঠক
গোলটেবিল বৈঠক |নয়া দিগন্ত

ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ আল-কোরআন রিসার্চ অ্যান্ড লার্নিং, বাংলাদেশের উদ্যোগে রাজধানী ঢাকায় ‘মুসলিম উম্মাহর ঐক্য: অগ্রগতি ও অন্তরায়’ শীর্ষক গোলটেবিল আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১২ জুলাই) 'ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ ইসলামিক থট’-এর পঞ্চম তলায় কনফারেন্স হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকাল ১০টা থেকে শুরু হয়ে বিকেল আড়াইটার দিকে শেষ হয়।

শিক্ষাবিদ ডক্টর ঈসা মোহাম্মদের সভাপতিত্বে এবং মিডিয়া ব্যক্তিত্ব ড. ইবরাহিম খলিল আনোয়ারীর সঞ্চালনায় প্রোগ্রামটি পরিচালিত হয়।

এ সময় গোলটেবিল আলোচনায় বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আগত প্রফেসর, সাধারণ শিক্ষক, ইসলামিক স্কলার, মিডিয়া ব্যক্তিত্ব ও বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর-এর কেন্দ্রীয় মাসজিদের ইমাম ড. রকিব উদ্দিন আহাম্মেদের আল-কোরআন পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু করা হয়।

বক্তাদের মধ্যে প্রফেসর ড. আ ব ম সাইফুল ইসলাম সিদ্দীকী, (ইবি, কুষ্টিয়া), বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব ড. ফয়জুল হক, জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মীর মনজুর মাহমুদ, ড. আব্দুল মান্নান, (উপাধ্যক্ষ, বাগাদী আহমাদিয়া ফাজিল মাদরাসা, চাঁদপুর), হাফেজ মাওলানা মুফতি আব্দুস সালাম, মুফতি আব্দুর নূর দরবেশপুরী, ড. লোকমান হাকিম, (কারেন্ট হার্ট কলেজ, দিনাজপুর) ড. শহিদুল ইসলাম ফারুকী (আমির, পয়ামে ইনসানিয়াত বাংলাদেশ) ড. আতিকুল ইসলাম পাঠান (পরিচালক, গ্রেড-৩, নায়েম শিক্ষা মন্ত্রণালয়, ঢাকা) প্রিন্সিপাল তৌহিদ হোসাইন (সাভার মডেল কলেজ, ঢাকা), ড. মো: নুরুল্লাহ (উপাধ্যক্ষ বাংলাদেশ মাদরাসা প্রশিক্ষণ ইনস্টিটিউট, গাজীপুর) প্রফেসর ড. আতাউর রহমান (বিভাগীয় প্রধান, ইসলামিক স্টাডিস বিভাগ, সরকারি কবি নজরুল সরকারি কলেজ, ঢাকা), ড. রুহুল আমিন, ড. আব্দুল করিম এবং অন্য আলোচকরা গোলটেবিলে মতামত প্রদান ও উপস্থাপনা পেশ করেন।

বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. মাহবুবুল আলম শুরুতে লিখিত বক্তব্য পাওয়ার পয়েন্টের মাধ্যমে তুলে ধরেন।

শিক্ষা মন্ত্রণালয় নায়েম-এর ডিরেক্টর ড. আতিকুর ইসলাম পাঠান শিক্ষাসংক্রান্ত বিভিন্ন দিক তুলে ধরেন।

প্রিন্সিপাল তৌহিদ হোসাইন খোলাফায়ে রাশেদার একক নেতৃত্বের কথা তুলে ধরেন। তিনি ঐক্যের বিভিন্ন অগ্রগতি ও অন্তরায় চমকপ্রদ আলোচনার মাধ্যমে উত্থাপন করেন।

ড. মো: নুরুল্লাহ জাতীয় ও আন্তর্জাতিকভাবে বিভক্তি পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। এ সময় প্লানিং বিষয়ক আলোচনাও দৃষ্টি আকর্ষণ করে।

ড. আবু ইয়াসিন বলেন, আমি ঠিক আছি এই মনোভাব একদম দূর করতে হবে; যা ঐক্যের জন্য ফলপ্রসূ হবে।

মুফতী মাওলানা আব্দুন নূর দরবেশপুরী দু’টি গুণ অর্জন করার কথা উল্লেখ করেন। তিনি আল-কোরআনের রেফারেন্সসহ গোলটেবিলে স্পষ্ট বার্তা দেন।

উপাধ্যক্ষ ডক্টর আব্দুল মান্নান বলেন, যা কিছু গঠন হয়েছে ঐক্যের কারণে, যা কিছু ভেঙেছে অনৈক্যের কারণে। এভাবে চলতে থাকলে জাতীর মেরুদণ্ড তথা শিক্ষা ব্যবস্থা সম্পূর্ণ নাই হয়ে যাবে।

অধ্যক্ষ নুরুল ইসলাম আব্দুল্লাহ বলেন, প্রত্যেক সেক্টর থেকে ১০ জন করে ব্যক্তি নিয়ে ঐক্যের প্রোগ্রাম আয়োজন করা দরকার।

মুফতি হাফেজ মাওলানা আব্দুস সালাম বলেন, এক সেক্টরের লোক অন্য সেক্টরে বেশি বেশি যাতায়াত করা দরকার। তাহলে আন্তরিকতা ও ঐক্য বাড়বে।

ড. শহিদুল ইসলাম ফারুকী মাকাসিদুশ শরিয়াহ-এর উপর বিশেষ গুরুত্ব দেন। এছাড়া প্রফেসর ড. সাইফুল ইসলাম সিদ্দীকী শিক্ষাবিষয়ক প্রয়োজনীয় কিছু পদক্ষেপের কথা ও পরবর্তী করণীয় বিষয়ে দিকনির্দেশনামূলক আলোচনা পেশ করেন।

সবশেষে গোলটেবিল আলোচনার সভাপতি ডক্টর ঈসা মোহাম্মদ বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে অংশগ্রহণের জন্য সকলকে ধন্যবাদ জানান। পরবর্তী সকল আয়োজনে সবার আন্তরিকতা কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।