বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, দৈনিক নয়া দিগন্ত একটা স্বপ্ন নিয়ে গঠিত হয়েছিল। যার লক্ষ্য ছিল প্রজন্মের জন্য একটা সুন্দর বাংলাদেশ গড়ে দেয়া।
শনিবার (২৫ অক্টোবর) রাজধানীর শিল্পকলা একাডেমিতে দৈনিক নয়া দিগন্তের ২১তম বর্ষপূর্তির অনুষ্ঠানে তিনি একথা বলেন।
এসময় তিনি দৈনিক নয়া দিগন্তের উদ্যোক্তাদের অন্যতম শহীদ মীর কাসেম আলীকে শ্রদ্ধাভরে স্মরণ করেন।
মিয়া গোলাম পরওয়ার বলেন, নতুন দিগন্ত গড়ার যে উদ্দেশে নয়া দিগন্ত কাজ করছিল ফ্যাসিস্ট শাসক তা বুঝতে পেরে এর উদ্যোক্তাদের মধ্যে মীর কাসেম আলীকে বিনা অপরাধে নিষ্ঠুরভাবে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করেছিল।
বিগত ১৭ বছরের অনেক ঝড়-ঝাপটা সহ্য করেও দৈনিক নয়া দিগন্ত সত্যের ওপর দাঁড়িয়ে আছে এজন্য তিনি পত্রিকা কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। অন্যায়, ভুল, অসভ্যতার বিরুদ্ধে নয়া দিগন্ত তার অস্তিত্বকে জানান দিয়ে বলেছে যে আমাদের প্রতিষ্ঠাদের স্বপ্ন বাস্তবায়নের জন্য আমরা জিহাদের পথে অটুট থাকব এবং অনড় থাকব।



