সাংবাদিক নির্যাতনকারীদের ছাড় দেয়া হবে না : আবু সালেহ আকন

‘সাংবাদিকতা করতে হলে দেশ ও দেশের মানুষের জন্য করতে হবে, নিজেদের মধ্যে স্বচ্ছ চিন্তা-ভাবনা থাকতে হবে। অপসাংবাদিকতা রোধে নিজেদেরকে তৈরি করতে হবে।’

নয়া দিগন্ত অনলাইন
ডিআরইউ সভাপতি আবু সালেহ আকনের হাতে ফুল ও ক্রেস্ট তুলে দিচ্ছেন সাংবাদিকরা
ডিআরইউ সভাপতি আবু সালেহ আকনের হাতে ফুল ও ক্রেস্ট তুলে দিচ্ছেন সাংবাদিকরা |ছবি : নয়া দিগন্ত

সাংবাদিক নির্যাতনকারীদের ছাড় দেয়া হবে না বলে কঠোর হুঁশিয়ারী দিয়েছেন ঢাকা রির্পোটার্স ইউনিটি (ডিআরইউ) সভাপতি আবু সালেহ আকন। তিনি বলেছেন, ভুয়া ও ভুঁইফোড় সাংবাদিকদের অনৈতিক কর্মকাণ্ডের কারণে আজকে মূলধারার সাংবাদিকরা হেনস্তার শিকার হচ্ছেন। এদের প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তাহলে সাংবাদিকতায় যেমন গুণগত মান তৈরি হবে, তেমন সমাজ থেকে অপসাংবাদিকতাও দূর হবে।

শনিবার (১৬ আগস্ট) বেলা ১১টায় ডেমরার হাজীনগরের সুলতান ফুড ল্যান্ড রেস্টুরেন্টে এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এই অনুষ্ঠানের আয়োজন করে বৃহত্তর ডেমরা সাংবাদিক ফোরাম, ঢাকা।

এ সময় সিনিয়র এই সাংবাদিক বলেন, আজকে দেশজুড়ে সাংবাদিকদের নির্যাতন নিপীড়নে একটি চক্র বেপরোয়া হয়ে উঠছে। এদের বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়াতে হবে।

তিনি বলেন, দলকানা সাংবাদিকতার কারণে আমরা যাদেরকে দেবতা মনে করতাম, তারা আজ কেউ জেলে নয়তো পালিয়ে বেড়াচ্ছেন। সাংবাদিকতা করতে হলে দেশ ও দেশের মানুষের জন্য করতে হবে, নিজেদের মধ্যে স্বচ্ছ চিন্তা-ভাবনা থাকতে হবে। অপসাংবাদিকতা রোধে নিজেদেরকে তৈরি করতে হবে। নির্দিষ্ট দলের হয়ে কাজ করার ফলে একটি দেশের জাতীয় মসজিদের ইমামকেও পালিয়ে যেতে হয়েছে। সাংবাদিকদের অধিকার আদায়ে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

এ সময় সারাদেশে সাংবাদিক নির্যাতনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান আবু সালেহ আকন। তিনি বলেন, সারাদেশে সাংবাদিকদের ওপর হামলা, অত্যাচার, নির্যাতন এবং গণমাধ্যমকর্মীদের পিটিয়ে মেরে ফেলা মোটেও ভালো লক্ষণ নয়। অনতিবিলম্বে এসব সাংবাদিক নির্যাতন বন্ধ এবং সাংবাদিক হত্যাকারীদের আইনের আওতায় এনে বিচারের সম্মুখীন করতে হবে।

তিনি বলেন, এ ছাড়া আমাদের মানসম্মত, দায়িত্ববোধ এবং জবাবদিহিতামূলক সাংবাদিকতার মাধ্যমে অপসাংবাদিকতা রোধ করা সম্ভব। আমরা সকলেই যদি জবাবদিহিতামূলক সাংবাদিকতা করি তখন এমনিতেই ততাকথিত অপসাংবাদিকরা ঝরে পড়বে। ভুয়া ও ভুঁইফোড় সাংবাদিকদের অনৈতিক কর্মকাণ্ডের কারণে আজকে মূলধারার সাংবাদিকরা হেনস্তার শিকার হচ্ছেন। এদের প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তাহলে সাংবাদিকতায় যেমন গুণগত মান তৈরি হবে এবং সমাজ থেকে অপসাংবাদিকতাও দূর হবে।

দৈনিক সংবাদের মফস্বল সম্পাদক ও ঢাকা বিভাগ সাংবাদিক ফোরামের সভাপতি মো: আলম হোসেনের সভাপতিত্বে ও এশিয়া টেলিভিশনের স্টাফ রিপোর্টার শহীদুল্লাহ গাজীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সভাপতি আবু সালেহ আকন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলিটিক্যাল রিপোর্টার্স ফোরামের যুগ্ম সম্পাদক সফিকুল ইসলাম।

এ ছাড়াও বক্তব্য রাখেন দৈনিক কালবেলা পত্রিকা ডেমরা প্রতিনিধি নূর আলম ভূঁইয়া, বাংলাদেশ প্রতিদিন রূপগঞ্জ উপজেলা প্রতিনিধি মো: জাহাঙ্গীর আলম হানিফ, যুগান্তর ডেমরা প্রতিনিধি মাহবুব মনি, বিজয় টিভি রূপগঞ্জ প্রতিনিধি শরিফ হোসেন লিটন, গাজী টিভির আশিকুর রহমান হান্নান, জনকণ্ঠের ডেমরা প্রতিনিধি মো: আসাদুল্লাহ আসাদ, আমার দেশ ডেমরা প্রতিনিধি মো: হারুনর রশীদ, চ্যানেল আই এর এস এ লিংকন, এটিএন নিউজ হাসান মজুমদার বাবলুসহ বৃহত্তর ডেমরা অঞ্চলে বসবাসরত সাংবাদিকরা।