এফএএস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের সাবেক চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক, পরিচালক ও কর্মকর্তাসহ ম্যানট্রাস্ট প্রোপার্টিজ প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালকের বিরুদ্ধে মামলা দায়ের দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুদক প্রধান কার্যালয়ের নিয়মিত মিডিয়া ব্রিফিংয়ে এ তথ্য জানান দুদকের মহাপরিচালক মো: আক্তার হোসেন। উল্লিখিত মামলার অনুসন্ধান করেন দুদকের সহকারী পরিচালক পিয়াস পাল।
অভিযোগে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে নিয়মবহির্ভূতভাবে ত্রিপক্ষীয় চুক্তির আড়ালে একই স্থাবর সম্পদের বিপরীতে দুইবার ঋণ অনুমোদন করেন। এর ফলে বিতরণকৃত দু’ কোটি ৭০ লাখ টাকার ঋণ বর্তমানে সুদ-আসলে ছয় কোটি পাঁচ লাখ ৯৬ হাজার ৮৪০ টাকায় পরিণত হয়েছে, যা খেলাপি অবস্থায় রয়েছে।
এ মামলার আসামিরা হলেন ম্যানট্রাস্ট প্রোপার্টিজ প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো: শাহ আলম, এফএএস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের সাবেক প্রিন্সিপাল অফিসার নিয়াজ আহম্মেদ ফারুকী, সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও প্রিন্সিপাল অফিসার মো: শহীদুল ইসলাম, সাবেক অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো: নজরুল ইসলাম, সাবেক ব্যবস্থাপনা পরিচালক মো: মফিজ উদ্দিন চৌধুরী, সাবেক চেয়ারম্যান মোহাম্মদ এ হাফিজ, সাবেক পরিচালক উজ্জ্বল কুমার নন্দী, মো: জাহাঙ্গীর আলম ও মো: সিদ্দিকুর রহমান।
তাদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯, ৪২০ ও ১০৯ ধারায় মামলা দায়েরের অনুমোদন দিয়েছে দুদক। বাসস