ঘন কুয়াশায় শাহজালালে ৪ ঘণ্টা ফ্লাইট চলাচল ব্যাহত

ঘন কুয়াশার কারণে শাহজালাল বিমানবন্দরে সকাল ৬টা থেকে ৯টা ৫২ মিনিট পর্যন্ত প্রায় চার ঘণ্টা ফ্লাইট ওঠানামা বন্ধ ছিল, পরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে ফ্লাইট চলাচল পুনরায় শুরু হয়।

নয়া দিগন্ত অনলাইন
ঘন কুয়াশায় শাহজালালে ৪ ঘণ্টা ফ্লাইট চলাচল ব্যাহত হয়েছে
ঘন কুয়াশায় শাহজালালে ৪ ঘণ্টা ফ্লাইট চলাচল ব্যাহত হয়েছে |সংগৃহীত

ঘন কুয়াশার কারণে আজ রোববার সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় চার ঘণ্টা ফ্লাইট চলাচল ব্যাহত হয়েছে।

তীব্র কুয়াশায় রানওয়ের দৃশ্যমানতা কমে যাওয়ায় উড়োজাহাজ ওঠা-নামা সাময়িকভাবে বন্ধ রাখা এবং বেশ কিছু ফ্লাইট অন্য বিমানবন্দরে পাঠিয়ে দেয়া হয়।

বিমানবন্দর সূত্র জানায়, আজ ভোর ৬টার কিছু পরেই ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা কমে আসায় ফ্লাইট চলাচল বন্ধ হয়ে যায়। এই সময়ে কোনো উড়োজাহাজ টেক-অফ বা ল্যান্ড করতে পারেনি। নিরাপত্তার স্বার্থে দেশে প্রবেশ করা বেশ কিছু ফ্লাইট আকাশে চক্কর দিতে থাকে অথবা বিকল্প বিমানবন্দরে অবতরণ করে।

শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ জানান, বিমানবন্দর আনুষ্ঠানিকভাবে বন্ধ করা হয়নি, তবে নিরাপত্তার স্বার্থে কার্যক্রম স্থগিত রাখা হয়।

তিনি বলেন, ‘ভোর ৬টা থেকে দৃশ্যমানতা শূন্যের কোঠায় নেমে আসে। ফলে কোনো বিমান ওঠা-নামা করতে পারেনি।’

আবহাওয়া পরিস্থিতির উন্নতি হওয়ার পর সকাল ৯টা ৫২ মিনিট থেকে পুনরায় ফ্লাইট চলাচল শুরু হয় বলে জানান তিনি।

রাগীব সামাদ আরো জানান, কুয়াশা কেটে যাওয়ার পর সকাল ১০টা ২৭ মিনিটে প্রথম ফ্লাইটটি অবতরণ করে। এরপর দৃশ্যমানতা ধীরে ধীরে স্বাভাবিক হলে পরবর্তী ফ্লাইটগুলো পর্যায়ক্রমে নামতে শুরু করে।

বিমানবন্দর সূত্র জানায়, অবতরণের অপেক্ষায় বেশ কয়েকটি ফ্লাইট ঢাকার আকাশে দীর্ঘক্ষণ অবস্থান করছিল। অন্যদিকে ডাইভার্ট হওয়া ফ্লাইটগুলোর মধ্যে ছয়টি সিলেট বিমানবন্দরে, একটি কলকাতা ও একটি ভিয়েতনামের হ্যানয় বিমানবন্দরে অবতরণ করে।

অবস্থা স্বাভাবিক হওয়ার পর বর্তমানে বিমানবন্দরের নিয়মিত শিডিউল অনুযায়ী সব ধরনের ফ্লাইট ওঠা-নামা করছে বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।

সূত্র : বাসস