গ্র্যাজুয়েটদের মেধা ও শিক্ষাকে কেবল ব্যক্তিগত ক্যারিয়ার গঠনে নয়, বরং দেশের গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষা এবং একটি ন্যায়ভিত্তিক ও মানবিক সমাজ গঠনে কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার।
বুধবার (৭ জানুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আয়োজিত ‘নর্থ সাউথ ইউনিভার্সিটির ২৬তম সমাবর্তন’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের তিন হাজার ৩২২ জন শিক্ষার্থীকে আনুষ্ঠানিকভাবে ডিগ্রি প্রদান করা হয়।
শিক্ষার্থীদের উদ্দেশে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার বলেন, ‘এই সমাবর্তন তোমাদের শিক্ষাজীবনের আনুষ্ঠানিক সমাপ্তি হলেও এটি একটি বৃহত্তর জীবনের সূচনা। তোমরা এখান থেকে যা অর্জন করেছ তার চেয়েও তোমরা এটা কীভাবে কাজে লাগাবে সেটা গুরুত্বপূর্ণ।’
তিনি গ্র্যাজুয়েটদের নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতার কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, ‘ব্যক্তিগত উন্নতির পাশাপাশি এই শিক্ষাকে দায়িত্ব, সততা ও সচেতনতার সাথে ব্যবহার করতে হবে। পেশাগত সাফল্য যেমন গুরুত্বপূর্ণ, তেমনি একটি ন্যায়ভিত্তিক ও মানবিক সমাজ গঠনে নিজেদের উজাড় করে দেয়াও গুরুত্বপূর্ণ।’
তিনি আরো বলেন, উচ্চশিক্ষা কেবল একটি ডিগ্রি নয়, এটি একটি পাবলিক ট্রাস্ট। বিশেষ করে ২০২৪ সালের জুলাই বিপ্লবের চেতনা ধারণ করে শিক্ষার্থীদের অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকার এবং দেশের প্রয়োজনে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউজিসি সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনএসইউ’র বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান আজিজ আল কায়সার, ট্রাস্টি বোর্ডের সদস্যবৃন্দ এবং বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী।
অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের মেধার স্বীকৃতিস্বরূপ ১০টি স্বর্ণপদক প্রদান করেন শিক্ষা উপদেষ্টা। এর মধ্যে স্নাতক পর্যায়ে মাহিরা ইসলাম আসফি এবং স্নাতকোত্তর পর্যায়ে মেহরুব মোবিন ভূঁইয়া ‘চ্যান্সেলর’স গোল্ড মেডেল’ লাভ করেন।
এছাড়া স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে আরো আটজন শিক্ষার্থীকে ‘ভাইস-চ্যান্সেলর’স গোল্ড মেডেল’ প্রদান করা হয়। বাসস



