বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, যুগ যুগ ধরে জাতীয়তাবাদী শক্তিকে বিনষ্ট করা, ধ্বংস করার জন্য আন্তর্জাতিক সাম্রাজ্যবাদী ও আধিপত্যবাদীদের চক্রান্ত এখনো থেমে নেই।
আজ শনিবার সকালে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এ কর্মসূচির আয়োজন করে জাতীয়তাবাদী প্রকৌশলীদের সংগঠন ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব)।
রিজভী বলেন, তারেক রহমান জুলাইয়ের আন্দোলন এবং ৫ আগস্ট ফ্যাসিবাদের পতনের যুগান্তকারী আন্দোলনের পটভূমি রচনা করেছেন, দূরে থাকলেও নেতৃত্ব দিয়ে গোটা জাতিকে উদ্বুদ্ধ করেছেন। আমরা সেই ধারাতেই আজকে এদেশের রাজনীতি করছি। কিন্তু যুগ যুগ ধরে জাতীয়তাবাদী শক্তিকে বিনষ্ট করা, ধ্বংস করার জন্য আন্তর্জাতিক সাম্রাজ্যবাদী ও আধিপত্যবাদীরা যেভাবে চক্রান্ত করে, সেই চক্রান্ত এখনো থেমে নেই। তারা নানাভাবেই চক্রান্ত করছেন এবং চক্রান্ত বাস্তবায়নের জন্য নানা ধরনের মাস্টার প্ল্যান করে যাচ্ছেন। কিন্তু এদেশের জনগণ সব অন্ধকার দূরীভূত করে, সব অশুভ পরিকল্পিত চক্রান্তকে দূর করে, এদেশের জাতীয়তাবাদের পতাকা এবং বাংলাদেশের স্বাধীনতার পতাকাকে নিশ্চিত করবে, এটাই সবসময় প্রমাণিত হয়েছে।
ফেব্রুয়ারিতে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা করে জনগণ- এমন মন্তব্য করে বিএনপির এই মুখপাত্র বলেন, আশা করি, নির্বাচন কমিশন সেই প্রস্তুতি সম্পন্ন করেছেন এবং জনগণ তো প্রস্তুত। জনগণ তো ভোট দিতে প্রস্তুত। সুতরাং নতুন কোনো ইস্যু তৈরি করে জনগণ এবং মানুষের চোখকে বিভ্রান্ত করার যারা চেষ্টা করছেন, তারাও জনগণের কাছে ধরা খেয়ে যাবেন।
তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষ সরকার। তারা কোনো দিকে হেলবে না, কোনো দিকে যাবে না।
রিজভী বলেন, ড. মুহাম্মদ ইউনূসের প্রতি আমাদের আস্থা আছে, সেই আস্থা রেখেই বলব, আপনারা এমন ব্যক্তিদের নিয়োজিত করুন, যারা নিরপেক্ষ নির্বাচন করবে। কোনো দলের আজ্ঞাবাহ হবে না।
এ সময় জাতীয়তাবাদী প্রকৌশলীদের সংগঠন ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (এ্যাব) নতুন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।