মোবাইল ফোন নিবন্ধন শুরুর তারিখ ১৫ দিন পেছালো

এর আগে চলতি বছরের ১৬ ডিসেম্বর থেকে এনইআইআর কার্যক্রম চালুর ঘোষণা দিয়েছিল বিটিআরসি।

নয়া দিগন্ত অনলাইন
মোবাইল ফোন নিবন্ধন শুরুর সময় বাড়ল
মোবাইল ফোন নিবন্ধন শুরুর সময় বাড়ল |প্রতীকী ছবি

বাংলাদেশে অনুমোদনহীন মোবাইল হ্যান্ডসেট বন্ধে ‘ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিফিকেশন রেজিস্টার’ (এনইআইআর) কার্যক্রম শুরুর তারিখ ১৫ দিন পিছিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

আগামী পহেলা জানুয়ারি থেকে এনইআইআর কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

সোমবার (১৫ ডিসেম্বর) এক বিবৃতিতে এনইআইআর চালুর নতুন তারিখ জানিয়েছে বিটিআরসি।

এর আগে চলতি বছরের ১৬ ডিসেম্বর থেকে এনইআইআর কার্যক্রম চালুর ঘোষণা দিয়েছিল প্রতিষ্ঠানটি।

এই সিদ্ধান্তের প্রতিবাদে গত কয়েক সপ্তাহ ধরে বিক্ষোভসহ নানান কর্মসূচি পালন করে আসছিলেন মোবাইল ফোন ব্যবসায়ীরা।