মুক্তিযুদ্ধের ডেপুটি চিফ অব স্টাফ এ কে খন্দকারের ইন্তেকাল

শনিবার সকাল ১০টা ৩৫ মিনিটের দিকে বার্ধক্যজনিত কারণে তিনি মৃত্যুবরণ করেন বলে নিশ্চিত করেছে আইএসপিআর।

নয়া দিগন্ত অনলাইন
বীর উত্তম এ কে খন্দকার
বীর উত্তম এ কে খন্দকার |নয়া দিগন্ত

মহান মুক্তিযুদ্ধের ডেপুটি চিফ অব স্টাফ ও সাবেক বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল বীর উত্তম এ কে খন্দকার ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

শনিবার (২০ ডিসেম্বর) সকাল ১০টা ৩৫ মিনিটের দিকে বার্ধক্যজনিত কারণে তিনি মৃত্যুবরণ করেন বলে নিশ্চিত করেছে আইএসপিআর।

জানা যায়, বীর উত্তম এয়ার ভাইস মার্শাল এ কে খন্দকার ছিলেন বাংলাদেশের একজন প্রখ্যাত মুক্তিযোদ্ধা, বিমান বাহিনীর প্রথম প্রধান ও একজন দূরদর্শী নেতা, যিনি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে ডেপুটি চিফ অব স্টাফ হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এদিকে যুদ্ধ-পরবর্তী বিমান বাহিনী পুনর্গঠন করেন ও ‘বীর উত্তম’ খেতাব লাভ করেন। পরে তার নামে ঢাকার কুর্মিটোলা বিমান ঘাঁটির নামকরণ করা হয়।