বাংলাদেশ ও ভারতের কোস্টগার্ডের তত্ত্বাবধানে দু’ দেশের আটক হওয়া জেলেদের বন্দি বিনিময় শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।
তিনি বলেন, গত ১২ জুলাই বাংলাদেশ-ভারত আন্তর্জাতিক সমুদ্রসীমা-সংলগ্ন বাংলাদেশ পানিসীমার মধ্যে অবৈধভাবে মৎস্য আহরণের সময় তিনটি ভারতীয় ফিশিং বোটসহ ৪৭ জেলেকে আটক করে বাংলাদেশ নৌবাহিনী।
অন্যদিকে, গত ১২ ও ১৭ সেপ্টেম্বর বাংলাদেশ-ভারত আন্তর্জাতিক সমুদ্র সীমারেখা অতিক্রম করে ভারতীয় পানিসীমায় মৎস্য আহরণের অভিযোগে দু’টি বাংলাদেশী ফিশিং বোটসহ ৩২ জেলেকে আটক করে ভারতীয় কোস্টগার্ড।
পরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে দ্বিপক্ষীয় সমঝোতার মাধ্যমে আটক হওয়া জেলেদের বন্দি বিনিময়ের সিদ্ধান্ত হয়। আটককৃত জেলেদের হস্তান্তর/গ্রহণের কার্যক্রম সম্পন্ন করার দায়িত্ব বাংলাদেশ কোস্টগার্ডকে দেয়া হয়।
এরই ধারাবাহিকতায় গতকাল মঙ্গলবার বাংলাদেশে আটক থাকা ৪৭ ভারতীয় জেলেকে তিনটি ফিশিং বোটসহ দেশটির কোস্টগার্ডের কাছে হস্তান্তর করা হয়।
একইসাথে ভারতে আটক থাকা ৩২ বাংলাদেশী জেলেসহ একটি ফিশিং বোট বাংলাদেশ কোস্ট গার্ডের সদস্যরা গ্রহণ করেন। অপর বোট গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। মুক্তি পাওয়া জেলেদের তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়। বাসস



