টিকিটবিহীন যাত্রীদের কাছ থেকে রেলওয়ের সাড়ে ১০ লাখ টাকা আদায়

শুক্রবার ১৬২টি ট্রেনে অভিযান চালিয়ে টিকিটবিহীন পাঁচ হাজার ৪৪৬ জন যাত্রীকে শনাক্ত করেছে বাংলাদেশ রেলওয়ে।

নয়া দিগন্ত অনলাইন
বাংলাদেশ রেলওয়ে
বাংলাদেশ রেলওয়ে |সংগৃহীত

এক দিনে ১৬২টি ট্রেনে অভিযান চালিয়ে টিকিটবিহীন পাঁচ হাজার ৪৪৬ জন যাত্রীকে শনাক্ত করেছে বাংলাদেশ রেলওয়ে। তাদের কাছ থেকে জরিমানাসহ মোট ১০ লাখ ৪৮ হাজার ৮১০ টাকা ভাড়া আদায় করা হয়েছে।

শনিবার (২৯ নভেম্বর) বাংলাদেশ রেলওয়ের ভেরিফাইড ফেসবুক পেইজে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

এতে বলা হয়, শুক্রবার বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলে পরিচালিত অভিযানে মোট ১০০ জন টিটিই কাজ করেছেন। তারা ৭৯টি ট্রেনে টিকিট যাচাই কার্যক্রম পরিচালনা করেন। এতে টিকিটবিহীন দু’ হাজার ২৩৪ জন যাত্রী শনাক্ত করা হয়। অভিযানে মোট ভাড়া আদায় হয়েছে তিন লাখ ৩৪ হাজার ৭৫৫ টাকা এবং জরিমানা আদায় হয়েছে এক লাখ ৫০ হাজার ৪৬০ টাকা। সব মিলিয়ে রেলওয়ের আয় দাঁড়িয়েছে চার লাখ ৮৫ হাজার ২১৫ টাকা। এছাড়া এদিন মোট দু’ হাজার ৭৫২টি টিকিট যাচাই করা হয়।

এদিকে, পশ্চিমাঞ্চলে পরিচালিত অভিযানে মোট ৯৬ জন টিটিই কাজ করেছেন। তারা ৮৩ টি ট্রেনে টিকিট যাচাই কার্যক্রম পরিচালনা করেন। এতে টিকিটবিহীন তিন হাজার ২১২ জন যাত্রী শনাক্ত করা হয়। অভিযানে মোট ভাড়া আদায় হয়েছে তিন লাখ ৯৯ হাজার ৩২০ টাকা এবং জরিমানা আদায় হয়েছে এক লাখ ৬৪ হাজার ২৭৫ টাকা। সব মিলিয়ে রেলওয়ের আয় দাঁড়িয়েছে পাঁচ লাখ ৬৩ হাজার ৫৯৫ টাকা। এছাড়া এদিন মোট এক হাজার ৮০৫টি টিকিট যাচাই করা হয়। বাসস