২ অক্টোবর থেকে সচিবালয়ে নিষিদ্ধ হচ্ছে সিঙ্গেল ইউজ প্লাস্টিক

‘প্লাস্টিক দূষণ একটি বৈশ্বিক সমস্যা। একে মোকাবেলায় আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের এগোতে হবে।’

নয়া দিগন্ত অনলাইন
সচিবালয়ে এক সেমিনারে মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ
সচিবালয়ে এক সেমিনারে মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ |ইউএনবি

এবার প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে নিষিদ্ধ হতে যাচ্ছে সিঙ্গেল ইউজ প্লাস্টিক সামগ্রী। আগামী বৃহস্পতিবার (২ অক্টোবর) থেকে এ সিদ্ধান্ত কার্যকর হচ্ছে।

মঙ্গলবার (৮ জুলাই) সচিবালয়ের অর্থ বিভাগের মাল্টিপারপাস হল রুমে এক সেমিনারে এমন তথ্য দিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ।

শেখ আব্দুর রশীদ জানান, এ নিষেধাজ্ঞা কার্যকর করার জন্য আগস্ট ও সেপ্টেম্বর মাসজুড়ে সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের প্রস্তুতির সময় দেয়া হবে এবং অধীনদের প্লাস্টিক ব্যবহার কমাতে নির্দেশনা দেয়া হবে।

তিনি বলেন, ‘প্লাস্টিক দূষণ একটি বৈশ্বিক সমস্যা। একে মোকাবেলায় আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের এগোতে হবে।’

তিনি আরো বলেন, ‘মেডিক্যাল বর্জ্য ব্যবস্থাপনাকেও গুরুত্বের সাথে বিবেচনায় আনতে হবে। শুধু নিজের স্বার্থেই নয়, বরং ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমাদের এ পদক্ষেপ গ্রহণ করতে হবে। আমরা যেন তাদের জন্য একটি নিরাপদ ও পরিবেশবান্ধব পৃথিবী রেখে যেতে পারি।’

‘সাসটেইনেবল প্লাস্টিক ইউজ ইন দ্য সেক্রেটারিয়েট : অ্যা ফিউচার ফর সিঙ্গেল ইউজ প্লাস্টিক ফ্রি এনভায়রনমেন্ট’ শীর্ষক সেমিনারে সভাপতিত্ব করেন পরিবেশ সচিব ড. ফারহিনা আহমেদ। এটির আয়োজন করেছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়।

পরিবেশ সচিব বলেন, ‘সব মন্ত্রণালয়ের সম্মিলিত প্রচেষ্টায় সচিবালয়কে পরিবেশবান্ধব হিসেবে গড়ে তুলতে এ সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে। সচিবালয়ে সিঙ্গেল ইউজ প্লাস্টিক নিষিদ্ধকরণে পরিবেশ মন্ত্রণালয় দ্রুত একটি বাস্তবসম্মত কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করবে।’

এতে আরো বক্তব্য রাখেন অর্থ বিভাগের সচিব ড. খায়েরুজ্জামান মজুমদার, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব নজরুল ইসলাম এবং জাতিসঙ্ঘের শিল্প উন্নয়ন সংস্থার কান্ট্রি রিপ্রেজেনটেটিভ ড. জাকি উজ জামান। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন পরিবেশ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (পরিবেশ) ড. ফাহমিদা খানম।

উল্লেখ্য, পরিবেশ সংরক্ষণ ও দূষণ নিয়ন্ত্রণের লক্ষ্যে সরকার এরইমধ্যে ১৭ ধরনের সামগ্রীকে সিঙ্গেল ইউজ প্লাস্টিক হিসেবে চিহ্নিত করেছে। এগুলোর মধ্যে রয়েছে, একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের তৈজসপত্র, চকোলেটের মোড়ক, প্লাস্টিকের দাওয়াত কার্ড ও ব্যানার, স্টাইরোফোমের খাবার ধারক, পাতলা প্লাস্টিক মোড়কযুক্ত পণ্য, প্লাস্টিক বোতল ও ক্যাপসহ নানা সামগ্রী। ইউএনবি