পদোন্নতি পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার হলেন ৪০ কর্মকর্তা

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা (পুলিশ-১ শাখা) এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এতে মন্ত্রণালয়ের উপ-সচিব মো: মাহবুবুর রহমান স্বাক্ষর করেন।

নয়া দিগন্ত অনলাইন
স্বরাষ্ট্র মন্ত্রণালয়
স্বরাষ্ট্র মন্ত্রণালয় |নয়া দিগন্ত গ্রাফিক্স

বিসিএস (পুলিশ) ক্যাডারের ৪০ কর্মকর্তাকে অতিরিক্ত সুপার পদে পদোন্নতি দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা (পুলিশ-১ শাখা) এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এতে মন্ত্রণালয়ের উপ-সচিব মো: মাহবুবুর রহমান স্বাক্ষর করেন।

সহকারী পুলিশ সুপার থেকে অতিরিক্ত সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত উল্লেখযোগ্যরা হচ্ছেন– আব্দুল কাদের, এ কে এম দৌলত আকবর, মধুসূদন দাস, মো: নাজমুল ইসলাম, মুহাম্মদ সালমান ফার্সী, এ কে এম আহসান হাবীব, মাহমুদুল হাসান, মোস্তাফিজুর রহমান, অরিত সরকার ও নিয়াজ মেহেদী।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, পদোন্নতিপ্রাপ্ত পুলিশ কর্মকর্তারা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে সিনিয়র সচিব স্বরাষ্ট্র মন্ত্রণালয় বরাবর যোগদানপত্র দাখিল করবে।

প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। বাসস