রাজধানীর উত্তর বাড্ডার একটি বাসা থেকে নাজমুল হক নিয়াজ (৩৩) নামে এক বেসরকারি চাকরিজীবীর রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) উত্তর বাড্ডার পুরাতন থানা রোডের ২০১ নাম্বার বাড়ির দ্বিতীয় তলার বাসা থেকে রক্তাক্ত অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, ৭-৮ দিন আগে তার স্ত্রী গ্রামের বাড়িতে বেড়াতে যান। এরপর থেকে বাসাটিতে একাই ছিলেন নাজমুল। কে বা কারা কি কারণে তাকে হত্যা করেছে তা নিশ্চিত হওয়া যায়নি।
জানা গেছে, নাজমুল বরিশালের মেহেন্দিগঞ্জের মো: মাসুদের ছেলে। একটি কোম্পানির অ্যাকাউন্ট অফিসার হিসেবে কর্মরত ছিলেন। স্ত্রীকে নিয়ে বাড্ডার ওই বাসায় ভাড়া থাকতেন।
ডিএমপির বাড্ডা জোনের সহকারী কমিশনার (এসি) মো: আসাদুজ্জামান বলেন, ঘটনার সময় নিহত নাজমুলের স্ত্রী বাবার বাড়িতে ছিলেন। কি কারণে নাজমুলকে হত্যা করা হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। তদন্ত চলছে। আশা করি ২-৩ দিনের মধ্যে রহস্য উদ্ঘাটন হবে এবং আসামি গ্রেফতার হবে।
পুলিশ বলছে, নাজমুলের গলায় ও চোয়ালে ধারালো অস্ত্রের গুরুতর কাটা জখম আছে। লাশ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে।



