বাংলাদেশ বিভাগীয় হিসাবরক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত

এ সভায় বিভাগীয় হিসাবরক্ষকদের ৬০ টাকার বেনিফিট বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের অগ্রগতি, পাসের তারিখ হতে নিয়মিতকরণ ও নবম গ্রেড মামলার অগ্রগতি বিষয়ে আলোচনা হয়।

নয়া দিগন্ত অনলাইন
বাংলাদেশ বিভাগীয় হিসাবরক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদের সভা
বাংলাদেশ বিভাগীয় হিসাবরক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদের সভা |নয়া দিগন্ত

বাংলাদেশ বিভাগীয় হিসাবরক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৫ জুলাই) বিকেল ৩টা ৩০ মিনিটে ঢাকায় (১৫, আব্দুল গণি রোড) এ সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি মো: আলমগীর কবীর।

সমিতির সাধারণ সম্পাদক সরোয়ার আলম রানার সঞ্চালনায় এ সভায় উপস্থিত ছিলেন সহ-সভাপতি সায়মা আক্তার, সহ-সভাপতি মো: মোস্তফা কামাল, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, অর্থ সম্পাদক মো: আলমগীর কবীর, দফতর সম্পাদক মোহাম্মদ মোজাহারুল ইসলাম, প্রচার সম্পাদক সরদার জাহাঙ্গীর আলম, সহ-অর্থ সম্পাদক মোহাম্মদ মহিন উদ্দিন, ক্রীড়া সম্পাদক মো: আরফান উদ্দিন চৌধুরী, সহ-সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সাইফুর রহমান, কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ হানিফ মিয়া, সাইদ হাসান মনির।

বিভাগীয় হিসাবরক্ষকদের ৬০ টাকার বেনিফিট বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের অগ্রগতি, পাসের তারিখ হতে নিয়মিতকরণ ও নবম গ্রেড মামলার অগ্রগতি বিষয়ে আলোচনা হয়।

এছাড়াও, আগামী ডিসেম্বর মাসে বিভাগীয় হিসাবরক্ষকদের বার্ষিক বনভোজন ও মিলনমেলার আয়োজন এবং বার্ষিক চাঁদা আদায় বিষয়ে আলোচনা হয়।