প্রার্থী ও দলের উদ্দেশে ইসি সচিব

অভিযোগ ইসিতে নয়, তদন্ত কমিটিতে যান

আচরণবিধি লঙ্ঘন নিয়ে কোনো অভিযোগ থাকলে নির্বাচন কমিশনের কাছে নয়, আপনারা নির্বাচনী অনুসন্ধান ও তদন্ত কমিটিতে যান।

বিশেষ সংবাদদাতা
ইসি সচিব আখতার আহমেদ
ইসি সচিব আখতার আহমেদ |ইন্টারনেট

নির্বাচন নিয়ে, আচরণবিধি লঙ্ঘন নিয়ে কোনো অভিযোগ থাকলে নির্বাচন কমিশনের কাছে নয়, আপনারা নির্বাচনী অনুসন্ধান ও তদন্ত কমিটিতে যান বলে মন্তব্য করেছেন ইসি সচিব আখতার আহমেদ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের মাঠে লেভেল প্লেয়িং ফিল্ড অবশ্যই রয়েছে বলে ইসি সচিব দাবি করেন।

আজ সোমবার সকালে নির্বাচন ভবনে ব্রিফিংকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব মন্তব্য করেন।

আখতার আহমেদ দৃঢ়তার সাথে বলেন, অবশ্যই আছে লেভেল প্লেয়িং ফিল্ড। আছে বলেই তো অভিযোগ করতে পারছেন, যদি না থাকতো এটা কি হতো?

নির্বাচন কমিশনে না এসে নির্বাচনী অনুসন্ধান কমিটিতে যাওয়ার পরামর্শ দিয়ে তিনি বলেন, আবারো বলছি ইলেকটোরাল ইনকোয়ারি অ্যান্ড অ্যাডজুডিকেশন কমিটির কাছে আপনারা জানান। তাদের জানিয়ে আমাদের কপি দেন। আই উইল ফলো ইট। কিন্তু তাদের না জানিয়ে আমাদের কাছে অভিযোগ দিলে সেটা আমলাতান্ত্রিকতায় মাঠে পৌছাতে দুই-তিন ঘণ্টা সময় লাগবে।

তিনি বলেন, আমাকে যদি বলেন যে আপনি ঘুরে ঘুরে গিয়ে দেখেন, তাহলে এটা আমার প্রতি মিস ক্যারেজ অব জাস্টিস হবে।

৩০০ আসনে ৩০ হাজার বডি অর্ন ক্যাম

ইসি সচিব জানান, রোববার সংসদ ও গণভোট নিয়ে কূটনীতিকদের ব্রেফিং করা হয়েছে। নির্বাচনী ব্যবস্থা এবং ১২ ফেব্রুয়ারির নির্বাচন সম্পর্কে একটা ব্রিফিং করা হয়েছে। এতে রাষ্ট্রদূত ও মিশন প্রধান মিলিয়ে ৪১ জন প্রতিনিধি ছিলেন। সরকারি কর্মকর্তা ও প্রধান উপদেষ্টার দফতরের প্রতিনিধি ছিলেন। নির্বাচন কমিশনের তরফে প্রয়োজনীয় অগ্রগতি তুলে ধরা হয়েছে, পাশাপাশি কূটনীতিকদেরও জানার বিষয় ছিল।

তিনি বলেন, তারা মূলত আমাদের কাছে জানতে চেয়েছিলেন, প্রথাগতভাবে আমরা কী কাজ করছি, এটাকে আমরা ব্রিফ করি। কিন্তু তাদের কৌতূহল ছিল মূলত সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট এবং কমান্ড স্ট্রাকচার। ভোটের ফল দিতে কতক্ষণ লাগবে।

আখতার আহমেদ বলেন, সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট সম্পর্কে স্পেসিফিক্যালি জানানো হয়েছে। পুলিশ বাহিনী, সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী এবং অন্যান্য র‌্যাব আনসারের সংখ্যাগত হিসাবগুলো এবং কতজন কে থাকবেন এগুলো সম্পর্কে বলা হয়েছে। এবার ভোটকেন্দ্রে ২৫ থেকে ৩০ হাজার বডি অর্ন ক্যামেরা থাকবে পুলিশের।

ভোটের ফল দিতে কত বিলম্ব হতে পারে

সচিব বলেন, এবার প্রায় ৪৩ হাজার ভোটকেন্দ্রে সংসদ ও গণভোটের ফলাফল কেন্দ্রে ঘোষণা করা হবে। একই সাথে দু’টি ভোট গণনা চলবে। ফলে ভোটকেন্দ্রে আসনভিত্তিক ফল ঘোষণায় সাধারণত তিন থেকে চার ঘণ্টা পার হবে। তবে পোস্টাল ব্যালটের ভোট গণনায় বিলম্ব হবে বলে জানান ইসি সচিব।

আখতার আহমেদ বলেন, তারা জানতে চেয়েছেন, ভোটের রেজাল্ট কতক্ষণে হতে পারে? আমরা বলেছি যে তিন থেকে সাড়ে তিন ঘণ্টা বা চার ঘণ্টা লাগতে পারে। ডিপেন্ডিং অন দ্য নম্বর অফ ভোট কাস্টেড। কিন্তু রিটার্নিং অফিসারের কাছে প্রবাসীদের ভোটের যে কেন্দ্রগুলো, সেখানে গণনার সময় বেশি লাগবে।

কারণ তুলে ধরে তিনি জানান, দুইটা পোস্টাল ব্যালট পেপার। একটা প্রবাসীদের জন্য এবং আরেকটা দেশের অভ্যন্তরের। দু’টিরই ভিন্নতা রয়েছে। সেই কারণে এবং প্রবাসীদের কাছে যে ব্যালট পেপারটা দেয়া হয়েছে সেটা এ ফোর সাইজের দুই পার্টে দুই পাশেই প্রতীক আছে। কাজেই ১১৯টা সিম্বলকে চোখ দিয়ে স্ক্যান করতে হবে।