ফারুকী হাসপাতালে : বিকেলে মেডিক্যাল বোর্ড বসছে

অতিরিক্ত কাজের চাপের কারণেই ফারুকী অসুস্থ হয়ে পড়েছিলেন বলে প্রাথমিকভাবে ধারণা করছেন চিকিৎসকরা।

নয়া দিগন্ত অনলাইন
মোস্তফা সরয়ার ফারুকী
মোস্তফা সরয়ার ফারুকী |ইন্টারনেট

সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী কক্সবাজারে গিয়ে অসুস্থ হয়ে পড়ার পর ঢাকায় এনে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি শঙ্কামুক্ত এবং হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বিকেলে তার চিকিৎসার ব্যাপারে মেডিক্যাল বোর্ড বসবে।

আজ রোববার সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মাহবুবুর রহমান তুহিনের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অতিরিক্ত কাজের চাপের কারণেই ফারুকী অসুস্থ হয়ে পড়েছিলেন বলে প্রাথমিকভাবে ধারণা করছেন চিকিৎসকরা। তবে বর্তমানে তিনি শঙ্কামুক্ত রয়েছেন। চিকিৎসকদের তত্ত্বাবধানে রাখা হয়েছে তাকে।

আজ বিকেল ৩টায় চিকিৎসকদের একটি বোর্ড সভা বসবে। সেই সভা শেষে ফারুকীর চিকিৎসা বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

নির্ভরযোগ্য সূত্র ব্যতীত অন্য কোনো তথ্য বা গুজবে বিভ্রান্ত না হতে সংস্কৃতি মন্ত্রণালয় থেকে সবাইকে অনুরোধ করা হয়েছে।

এর আগে, গত (শনিবার) কক্সবাজারে গিয়ে অসুস্থ হয়ে পড়ার পর ফারুকীকে রাত ১০টার পর এয়ার অ্যাম্বুলেন্সযোগে ঢাকায় এনে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়।

সূত্র : ইউএনবি