সায়মন ওভারসিজ নামের একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে এয়ার টিকিট বিক্রির মাধ্যমে অর্থ পাচারের অভিযোগ উঠেছে। এ কারণে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের পক্ষ থেকে অভিযুক্ত প্রতিষ্ঠানটির কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে।
গত ৭ ডিসেম্বর পর্যটন মন্ত্রণালয়ের উপসচিব মির্জা মুরাদ হাসান বেগ এ চিঠি ইস্যু করলেও বৃহস্পতিবার বিষয়টি জানাজানি হয়।
প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক আসফিয়া জান্নাত সালেহর কাছে লিখিত চিঠিতে বলা হয়, ক্রস বর্ডার (দেশের বাইরে) টিকিট বিক্রির একটি স্টেটমেন্ট পর্যালোচনায় দেখা যায়, ২০২৪ সালের ৪ জানুয়ারি থেকে ২০২৫ সালের ২১ আগস্ট পর্যন্ত সায়মন ওভারসিজের আইএটিএ নম্বর ৪২৩০০২৩০-এর জিডিএস আইডি ব্যবহার করে মালয়েশিয়া, অস্ট্রেলিয়া, আমেরিকা, কানাডা, ব্রিটেন ও ইউরোপের বিভিন্ন দেশে ওই সব দেশের ট্রাভেল এজেন্সির মাধ্যমে মোট ১৮৯৪টি এয়ার টিকিট বিক্রি বিক্রি করা হয়েছে। এর আনুমানিক মূল্য ১৬ কোটি টাকা।



