ত্রয়োদশ সংসদ নির্বাচন

দ্বিতীয় দিনে আরো ১২২ জনের আপিল

মঙ্গলবার (৬ জানুয়ারি) ঢাকার আগারগাঁওস্থ নির্বাচন ভবনে দ্বিতীয় দিনের আপিল আবেদন গ্রহণে ইসি স্থাপিত কেন্দ্রীয় বুথ থেকে এ তথ্য জানানো হয়।

বিশেষ সংবাদদাতা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র গ্রহণ ও বাতিল সংক্রান্ত রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে দ্বিতীয় দিনে নির্বাচন কমিশনে (ইসি) ১২২টি আপিল আবেদন জমা পড়েছে। এই নিয়ে দুই দিনে মোট আপিল আবেদন দাঁড়িয়েছে ১৬৪টি।

আপিল আবেদন করতে আসা মনোনয়নপত্র দাখিলকারীরা বলেন, এখানেই যে ধরনের হয়রানির শিকার হচ্ছি, নির্বাচনের মাঠে যখন সব প্রার্থীরা ফিরবে তখন লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে শঙ্কা রয়েছে। কারণ বড় দলগুলোর প্রার্থীরা আচরণবিধি এখনই মানছে না। মাঠ প্রশাসনও বড় দলের প্রতি ঝুঁকেছে।

মঙ্গলবার (৬ জানুয়ারি) ঢাকার আগারগাঁওস্থ নির্বাচন ভবনে দ্বিতীয় দিনের আপিল আবেদন গ্রহণে ইসি স্থাপিত কেন্দ্রীয় বুথ থেকে এ তথ্য জানানো হয়।

ইসি জানায়, মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের দ্বিতীয় দিন ইসিতে মোট ১২২টি আবেদন জমা পড়েছে। দুই দিনের আপিলে মোট ১৬৪ আবেদন পড়েছে। মনোনয়নপত্র যাচাই-বাছাই করে ৭২৩ জনের প্রার্থিতা বাতিল করেছেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা। তাতে বৈধ প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৮৪২ জন।

ইসির তথ্যানুযায়ী, মঙ্গলবার ১০ অঞ্চলে মোট ১২২টি আবেমন পড়েছে। এরমধ্যে রংপুর অঞ্চলে ১০টি, রাজশাহী অঞ্চলে ১৭টি, খুলনা অঞ্চলে ১৬টি, বরিশাল অঞ্চলে ৫টি, ময়মনসিংহ অঞ্চলে ১৬টি, ঢাকা অঞ্চলে ২৩টি, ফরিদপুর অঞ্চলে ৫টি, সিলেট অঞ্চলে ৮টি, কুমিল্লা অঞ্চলে ১৪টি ও চট্টগ্রাম অঞ্চলে ৮টি।

বগুড়া-৬ আসনের বাসদের মনোনীত দিলরুবা আপিল করে জানান, আয়কর দাখিলের কপি না দেয়ার কারণে বাতিল করা হয়েছে।

তিনি বলেন, ‘নির্বাচনী পরিবেশ নিয়ে আশঙ্কা শুরু থেকেই। হাদীর হত্যাকারীরা কিভাবে দেশ থেকে পালিয়ে যায়? আর এই কারণেই দেশের বাহিনীগুলোর ওপর আস্থা পাই না। প্রার্থীরা আতঙ্কে আছে হাদীর হত্যাকাণ্ডের পর।

তিনি বলেন, রিটার্নিং কর্মকর্তারা প্রার্থীদের অযথা হয়রানি করছে।

নারায়ণগঞ্জ-৫ আসনের গণঅধিকার পরিষদের প্রার্থী ইঞ্জিনিয়ার নাহিদ বলেন, ‘হলফনামাতে আয়-ব্যয়ের হিসাব দেয়া হয়নি। এটা আইনজীবীর ভুল।’