বাপশকে ‘অ্যাডভাঞ্চ ইন নিউক্লিয়ার ইন বাংলাদেশ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

বাপশকের প্রধান কার্যালয়ে ‘অ্যাডভান্সেস ইন নিউক্লিয়ার মেডিসিন ইন বাংলাদেশ’ শীর্ষক বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে, যেখানে বাংলাদেশের পরমাণু চিকিৎসার ইতিহাস, বর্তমান পদ্ধতি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক
বাপশক আয়োজিত বৈজ্ঞানিক সেমিনার
বাপশক আয়োজিত বৈজ্ঞানিক সেমিনার |নয়া দিগন্ত

বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের (বাপশক) আয়োজনে ‘অ্যাডভান্সেস ইন নিউক্লিয়ার মেডিসিন ইন বাংলাদেশ: এ জার্নি অব মোর দ্যান ফোর ডিকেডস’ শীর্ষক বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বেলা ২টায় ঘটিকায় বাপশকের প্রধান কার্যালয়ের ড. আনোয়ার হোসেন অডিটোরিয়ামে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে প্রধান অতিথি ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো: আনোয়ার হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কমিশনের চেয়ারম্যান ড. মো: মজিবুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন দেশের খ্যাতনামা বিজ্ঞানী, চিকিৎসক,শিক্ষাবিদ ও নীতিনির্ধারকরা।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রখেন কমিশনের সদস্য, ভৌত বিজ্ঞান ড. দেবাশীষ পাল।

ড. মো: মজিবুর রহমান বাপশক সফলভাবে সেমিনার আয়োজনের জন্য সংশ্লিষ্ট সকলকে কৃতজ্ঞতা জানান। তিনি সচিবের বিজ্ঞানমনস্কতার প্রশংসা করে বিজ্ঞানীদের বিভিন্ন সমস্যা তুলে ধরেন এবং আশু সমাধানের জন্য অনুরোধ জানান।

কমিশনে বিভিন্ন প্রতিষ্ঠানের আরো অগ্রগতির জন্য প্রয়োজনীয় উন্নয়ন প্রকল্প, জনবল বৃদ্ধি, একটি হাই পাওয়ার রিসার্চ রিঅ্যাক্টর স্থাপন এবং তেজস্ক্রিয় কাঁচামাল আমদানির বিভিন্ন জটিলতা নিরসণে মন্ত্রণালয়ের সুদৃষ্টি ও সহযোগিতা কামনা করেন।

সচিব মো: আনোয়ার হোসেন তার বক্তব্যে ক্রমবর্ধমান ক্যান্সার রোগের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং কমিশনের গবেষণা ও সেবামূলক কাজের পরিধি বৃদ্ধির আহ্বান জানান। এ বিষয়ে মন্ত্রণালয়ের ইতিবাচক মনোভাব তুলে ধরে তিনি সীমাবদ্ধতা দূরীকরণে কমিশনের পক্ষ থেকে সুনির্দিষ্ট পরিকল্পনা পেশ করার প্রতি গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানের মূল অংশে বাংলাদেশে পরমাণু চিকিৎসার ইতিহাস, বর্তমানে প্রচলিত রোগ নির্ণয় ও চিকিৎসা পদ্ধতি, এতে রেডিও আইসোটোপের ভূমিকা এবং এ বিষয়ে কমিশনের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মোট চারটি বৈজ্ঞানিক প্রবন্ধ উপস্থাপিত হয়।

সবশেষে বিশেষজ্ঞ প্যানেলিস্টদের অংশগ্রহণে একটি প্রাণবন্ত মুক্ত আলোচনার মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্ত হয়।