মোহাম্মদপুরে ছিনতাই : দায়িত্বে অবহেলার অভিযোগে ৪ পুলিশ ক্লোজড

সাময়িক বরখাস্তদের মধ্যে একজন এসআই, একজন এএসআই ও দুই কনস্টেবল রয়েছেন।

নয়া দিগন্ত অনলাইন

রাজধানীর মোহাম্মদপুরে ছিনতাইয়ের ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে ৪ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত (ক্লোজড) করা হয়েছে।

শুক্রবার (২৫ জুলাই) ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো: ইবনে মিজান বিষয়টি নিশ্চিত করেছেন।

সাময়িক বরখাস্তদের মধ্যে একজন এসআই, একজন এএসআই ও দুই কনস্টেবল রয়েছেন। তারা হলেন- এসআই জসিম উদ্দিন, এএসআই আনারুল এবং দু‘জন পুলিশ সদস্য মাজেদুর রহমান ও মো: নুরুন্নবী।

উল্লেখ্য, বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে বছিলা রোড থেকে এক সাংবাদিকের মোবাইল-মানিব্যাগ ছিনতাই হয়। এরপর ওই সাংবাদিক সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের আইডিতে একটি পোস্ট দেন। যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।