সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীসহ ১১ জনের বিরুদ্ধে থার্মেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল কাদির মোল্লাকে চাপ ও ভয় ভীতি দেখিয়ে ৫২ কোটি টাকার ঘুষ গ্রহণ, বিদেশে পাচার ও মানিলন্ডারিংয়ের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুদকের জনসংযোগ বিভাগের উপ-পরিচালক মো: আকতারুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। দুদকের ঢাকা জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক মো: সজীব আহমেদ এ মামলা দায়ের করেন।
মামলার আসামিদের মধ্যে রয়েছেন ইউসিবি পিএলসির সাবেক চেয়ারম্যান রুকমীলা জামান, সাবেক পরিচালক সৈয়দ কামরুজ্জামান, আরামিট পিএলসির কর্মকর্তা এবং একাধিক ট্রেডিং প্রতিষ্ঠানের স্বত্বাধিকারীরা।
আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধি ১৮৬০-এর ১৬২/৪০৯/৪২০/১০৯ তৎসহ দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭-এর ৫(২) ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন ২০১২-এর ৪(২) ও ৪(৩) ধারায় শাস্তিযোগ্য অপরাধের অভিযোগ দায়ের করা হয়েছে। বাসস