হাদির পরিবারের জন্য আরো এক কোটি টাকা বরাদ্দ

এরপর গত ১৮ ডিসেম্বর রাতে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

নয়া দিগন্ত অনলাইন
শরিফ ওসমান বিন হাদি
শরিফ ওসমান বিন হাদি |ফাইল ছবি

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক নিহত শরিফ ওসমান বিন হাদির পরিবারকে জীবন চালানোর ব্যয় নির্বাহের জন্য আরো এক কোটি টাকা দিচ্ছে সরকার। প্রধান উপদেষ্টার দফতর থেকে এই অর্থ দেয়া হবে।

বুধবার সচিবালয়ে সরকারি ক্রয়-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ সরকারের পক্ষ থেকে সাংবাদিকদের এ তথ্য জানান।

এর আগে ঢাকায় ফ্ল্যাট কিনতে পরিবারটিকে এক কোটি টাকা দেয়ার প্রস্তাব অনুমোদন করেছিলো অর্থ মন্ত্রণালয়।

উল্লেখ্য, আসন্ন নির্বাচনে ঢাকা-৮ থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছিলেন শরিফ ওসমান হাদি।

কিন্তু গত ১২ ডিসেম্বর ঢাকার পল্টন মডেল থানার বক্স কালভার্ট রোড এলাকায় তাকে গুলি করা হয়।

এরপর গত ১৮ ডিসেম্বর রাতে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।