মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডপ্রাপ্ত বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে দেশে ফেরত পাঠাতে ভারত সরকারের কাছে আবারো চিঠি পাঠাবে বাংলাদেশ।
দুই প্রক্রিয়ায় এই চিঠি পাঠানো হবে বলে সোমবার সন্ধ্যায় সাংবাদিকদের জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।
তিনি বলেন, ‘তাকে ফেরত আনতে হবে ভারতের। কারণ, কোর্ট শাস্তি দিয়েছে এবং সেজন্য আমরা ভারতকে অফিসিয়ালি জানাবো।’
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘চিঠি পাঠানোর প্রক্রিয়া হলো দু’টি। একটি অফিসিয়াল নোটের মাধ্যমে যাবে। সেটা স্থানীয়ভাবেও তাদের মিশনকে হ্যান্ডওভার করা যায়। অথবা আমাদের মিশন তাদের পররাষ্ট্র মন্ত্রণালয়কে হ্যান্ডওভার করতে পারে। আমরা দু’টিই করতে পারি।
সূত্র : বিবিসি



