ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ঢাকার (কেরানীগঞ্জ) কেন্দ্রীয় কারাগারের এক কয়েদি মারা গেছেন।
রোববার দিবাগত রাতে ওই কয়েদি অসুস্থ হলে তাকে অচেতন অবস্থায় ঢাকা মেডিক্যালে আনা হয়। পরে রাত আড়াইটার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃত কয়েদির নাম মোহাম্মদ শুয়াইবুর রহমান (৫৪)। তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার কানসাট মিলিক এলাকার শমশের আলীর ছেলে।
কেন্দ্রীয় কারাগারের কারারক্ষী মোহাম্মদ মারুফ হাসান জানান, রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে আমরা তাকে কারা কর্তৃপক্ষে নির্দেশে তাকে ঢাকা মেডিক্যালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তবে শুয়াইবুর কী মামলার আসামি হিসেবে কারাগারে ছিলেন- এ বিষয়ে তিনি কিছু জানাননি।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
তিনি আরো জানান, একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তার সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্ত সম্পন্ন করা হবে। ময়নাতদন্তের শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।