ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের সার্বিক নিরাপত্তা নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে বিকেলে জরুরি বৈঠকে বসছে নির্বাচন কমিশন (ইসি)।
আজ রোববার নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, সার্বিক নিরাপত্তার জন্য আইজিপি, বিজিবির প্রধান, স্বরাষ্ট্র সচিব, আইন সচিব ও এনটিএমসির সাথে বিকেল ৪টায় আমরা বসব। ১২ ফেব্রুয়ারি ভোটের তারিখ রেখে গত বৃহস্পতিবার নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকেই দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সহিংসতায় রূপ নিচ্ছে। নানা পরিস্থিতি মোকাবিলায় সিদ্ধান্তে আসতে ও নিরাপত্তা নিশ্চিত নিয়ে সভায় আলোচনা হবে।



