মিটফোর্ডে আরো ২ দিনের কর্মবিরতি ঘোষণা ইন্টার্ন চিকিৎসকদের

সোমবার ও মঙ্গলবার দুই দিনের জন্য জরুরি সেবা ব্যতীত কর্মবিরতির সিদ্ধান্ত নেয়া হয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
মিটফোর্ড হাসপাতাল
মিটফোর্ড হাসপাতাল |ইন্টারনেট

ঢাকার মিটফোর্ড হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা নিরাপত্তা জোরদারের দাবিতে এক দিনের কর্মবিতি শেষে আরো দুই দিনের কর্মবিরতির ঘোষণা দিয়েছেন।

রোববার রাত ১০টায় জরুরি বৈঠক শেষে ইন্টার্ন চিকিৎসকদের সংগঠন ইন্টার্ন ডক্টরস সোসাইটির (আইডিএস) সভাপতি ডা. ইফতেখার উদ্দিন আহমেদ চৌধুরী সাংবাদিকদের এ কথা জানিয়েছেন।

এর আগে, রোববার নিরাপত্তা জোরদারের দাবিতে কর্মবিরতি পালন শেষে হাসপাতালটির ইন্টার্ন চিকিৎসকরা এই কর্মসূচিতে সংহতি জানিয়ে শ্রেণিকক্ষে অনুপস্থিত ছিলেন স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজের শিক্ষার্থীরাও।

বৈঠক শেষে আইডিএস’র পক্ষ থেকে সাংবাদিকদের জানানো হয়, সোমবার ও মঙ্গলবার দুই দিনের জন্য জরুরি সেবা ব্যতীত কর্মবিরতির সিদ্ধান্ত নেয়া হয়েছে।

ইন্টার্ন চিকিৎসকরা জানান, বহিরাগতের আগমন, বিভিন্ন রাজনৈতিক ও অরাজনৈতিক কারণে সাধারণ ইন্টার্ন চিকিৎসকরা শঙ্কিত। এ সময় ক্যাম্পাসে নিরাপত্তা নিশ্চিত করতে আট দফা দাবি তুলে ধরে হাসপাতাল কর্তৃপক্ষকে স্মারকলিপি দিয়েছে আইডিএস।