সংসদ ভবন এলাকায় জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানস্থলে প্রবেশ করা ‘জুলাই যোদ্ধাদের’ ধাওয়া দিয়ে বের করে দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
আজ শুক্রবার দুপুর ১টা ২০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।
ধাওয়া খেয়ে আন্দোলনকারীরা সংসদ ভবনের ১২ নম্বর গেট ভেঙে ফেলেন এবং বাইরে বের হয়ে বেশ কয়েকটি ট্রাক ও বাস ভাঙচুর করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে।
গাড়ি ভাঙচুরের সময় পুলিশ সদস্যরা আন্দোলনকারীদের ধাওয়া দিলে তারা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়তে শুরু করেন। পাল্টা প্রতিক্রিয়ায় পুলিশ আরো টিয়ারশেল নিক্ষেপ করে। এ সময় দু’পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া চলতে থাকে। পুলিশকে লাঠিচার্জ করতে দেখা গেছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সদস্যরা সাউন্ড গ্রেনেডও ব্যবহার করেন। আন্দোলনকারীরা পিছু হটলেও দূর থেকে পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়ে যাচ্ছেন।



