যমুনামুখী বেসরকারি প্রাথমিক শিক্ষকদের পুলিশের লাঠিচার্জ

মিছিল নিয়ে ৫টার দিকে যমুনা অভিমুখে রওনা দেন আন্দোলনকারীরা। কিন্তু কয়েক গজ গেলেই সার্ক ফোয়ারার আগে পুলিশ ব্যারিকেডের কারণে বাধাপ্রাপ্ত হন তারা।

নয়া দিগন্ত অনলাইন
বেসরকারি প্রাথমিক শিক্ষকদের ওপর পুলিশের জলকামান নিক্ষেপ
বেসরকারি প্রাথমিক শিক্ষকদের ওপর পুলিশের জলকামান নিক্ষেপ |সংগৃহীত

জাতীয়করণের দাবিতে আন্দোলনরত বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে যেতে চাইলে তাদের ওপর লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। এ সময় জলকামান ও সাউন্ড গ্রেনেডও ব্যবহার করে পুলিশ।

সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টা থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে মেট্রোরেল স্টেশনের নিচে সমাবেশ করছিলেন তারা।

পরে মিছিল নিয়ে ৫টার দিকে যমুনা অভিমুখে রওনা দেন আন্দোলনকারীরা। কিন্তু কয়েক গজ গেলেই সার্ক ফোয়ারার আগে পুলিশ ব্যারিকেডের কারণে বাধাপ্রাপ্ত হন তারা।

একপর্যায়ে তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে। লাঠিচার্জ করলে আন্দোলনকারীরা পিছিয়ে সচিবালয়ের দিকে চলে যায়।

রমনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ফারুক বিবিসি বাংলাকে জানান, সন্ধ্যার সময় মাগরিবের নামাজের পরে তারা ওই স্থান ছেড়ে চলে যান।

তবে এ ঘটনায় কেউ আহত হওয়ার বিষয়টি নাকচ করে দেন তিনি।