আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে দলীয় প্রতীক ‘ধানের শীষ’ গ্রহণ করেছেন তার প্রতিনিধি ও ঢাকা মহানগর উত্তর যুবদলের সাবেক সহ-আইন বিষয়ক সম্পাদক মনিরুল ইসলাম।
আজ বুধবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তা শরফ উদ্দিন আহমদ চৌধুরীর কাছ থেকে তারেক রহমানের পক্ষে প্রতীক বরাদ্দের চিঠি সংগ্রহ করেন তিনি।
প্রতীক পাওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মনিরুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘দীর্ঘ ১৭টি বছর বাংলাদেশের তরুণ সমাজসহ অনেকেই ভোটে এবং ভোটদানে অংশগ্রহণ করতে পারেনি। গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য দীর্ঘ ১৭ বছর পর জনগণের কাছে একটি সুযোগ এসেছে। আশা করি, এ সুযোগটি জনগণ কাজে লাগাবে।’
তিনি বলেন, ‘ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা আমাদের প্রতীক বরাদ্দ দিয়েছেন এবং আমরা সেটা গ্রহণ করেছি। তিনি নির্দেশনা দিয়েছেন যে সকল প্রার্থী যেন একে অপরের সাথে সৌহার্দ্যপূর্ণ আচরণ করেন এবং নির্বাচনী আচরণবিধি মেনে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করেন।’
এ সময় তারেক রহমানের পক্ষে ভোটারদের প্রতি বার্তা দিয়ে মনিরুল ইসলাম বলেন, ‘ঢাকা-১৭ আসনের তরুণ সমাজ থেকে শুরু করে সবাই তারেক রহমানকে ভোট দেয়ার জন্য মুখিয়ে আছেন। আগামী ১২ তারিখে তাকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিপুল ভোটে বিজয়ী করবেন ইনশা আল্লাহ।’
সূত্র : বাসস



