সুইস রাষ্ট্রদূতের সাথে বৈঠক প্রসঙ্গে সচিব

অপতথ্য, ভুল তথ্য ও আইনশৃঙ্খলা নিয়ে জানতে চেয়েছেন

মূলত নির্বাচন সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলাপ-আলোচনা করতেই তারা কমিশনে এসেছেন।

বিশেষ সংবাদদাতা
বিকেলে নির্বাচন কমিশনে (ইসি) পৌঁছান সুইডেনের রাষ্ট্রদূত
বিকেলে নির্বাচন কমিশনে (ইসি) পৌঁছান সুইডেনের রাষ্ট্রদূত |নয়া দিগন্ত

বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইকস নির্বাচনে অপতথ্য, ভুল তথ্য, গুজব এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে জানতে চেয়েছেন বলে জানিয়েছেন ইসি সচিব আখতার আহমেদ।

আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সাথে দেখা করেন সুইস রাষ্ট্রদূত। এ সময় ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ উপস্থিত ছিলেন। বিকেল পৌনে ৩টার দিকে সুইডেনের রাষ্ট্রদূত নির্বাচন কমিশনে (ইসি) পৌঁছান।

মূলত নির্বাচন সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলাপ-আলোচনা করতেই তারা কমিশনে এসেছেন।

পরে ইসি সচিব বলেন, আমাদের সাথে আলোচনায় তিনি সন্তোষ প্রকাশ করেন। অপতথ্য রোধে যদি কোনো ধরনের সহায়তা প্রয়োজন হয়, তারা দিতে আগ্রহ প্রকাশ করেছেন।

সচিব বলেন, আমরা বলেছি যে ২৫ জানুয়ারির পর বিদেশী মিশনগুলোর প্রতিনিধিদের ব্রিফিংয়ের মাধ্যমে সব অবহিত করব।